কলকাতা: আজ সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গোটা সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এরই মধ্যেই রাজ্যের ৬ জেলায় লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস (Weather Red Alert)।


আগামী ২ থেকে ৩ ঘণ্টা এই জেলাগুলিতে লাল সতর্কতা


হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬ টার পর থেকে আগামী ২ থেকে ৩ ঘন্টা নদিয়া, পূর্ব  ও পশ্চিম বর্ধমান, কলকাতা, উত্তর  ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। নদিয়া, পূর্ব  ও পশ্চিম বর্ধমানে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, উত্তর  ও দক্ষিণ ২৪ পরগণায়। লাল সতর্কিকরণ হাওয়া অফিসের তরফে। জন সাধারণকে সুরক্ষিত জায়গায় থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের।


রাত সাড়ে ৯টার পর কেমন থাকবে আবহাওয়া ?


তবে সাড়ে ৬ টার পর থেকে আগামী ২ থেকে ৩ ঘণ্টা এই লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে  রাত সাড়ে ৯ টা বাজলেই যে, আকাশ পরিষ্কার হয়ে যাবে এমন কোনও কথা নেই। কারণ আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে, উল্লেখ্য জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সঙ্গে কালবৈশাখী হতে পারে বলেও জানান দিয়েছে হাওয়া অফিস। 


বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস


 আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ ও আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।  বৃহস্পতিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। কলকাতা সহ সব জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বজবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বাড়বে তাপমাত্রা।


আরও পড়ুন, ভোটের সব খবরাখবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রয়েছে বুথে গিয়ে ভোট দিতে না পারার আক্ষেপ


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।