কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে (Buddhadeb Bhattacharjee) গেলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম ( Kolkata South CPM Candidate Saira Shah Halim)। মনোনয়ন জমা দিয়ে বৃষ্টি মাথায় নিয়েই, পাম অ্যাভিনিউ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ উঠতেই, এবিপি আনন্দ-র কাছে মন খুললেন স্ত্রী মীরা ভট্টাচার্য।


কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ?


প্রশ্ন উঠতেই  স্ত্রী মীরা ভট্টাচার্য জানিয়েছেন, 'এখন একটু হলেও ঠিক আছেন, একটু হলেও ভাল আছেন।' 


লোকসভার নির্বাচন চলছে, তিন দফার ভোট হয়ে গেল, খোঁজ খবর রাখছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ?


প্রশ্ন উত্তরে স্ত্রী মীরা ভট্টাচার্য জানিয়েছেন,' অবশ্যই। ওনাকে প্রত্যেকদিন পড়ে শোনাতে হয় এবং দলের থেকে যারা আসেন, তাঁদের থেকে সব খবর নেন। লেটেস্ট ডেভলপমেন্ট নিয়ে খোঁজ খবর রাখেন।'


কী নিয়ে কথা হল ?


'সব নিয়েই কথা হল। কেমন করে ছোট ছোট ছেলে-মেয়েরা, বিশেষত যারা এবার নতুন প্রজন্ম, তাঁদের জন্য ওনার যথেষ্ট চিন্তা রয়েছে। সেই সমস্তটাই উনি জিজ্ঞেস করছেন। ভোটাভুটি থেকে ভারত সরকার, সব কিছু নিয়েই উনি খবর রাখছেন। যদিও পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় ব্যাপারটা, তবুও সব খবর রাখছেন। ওনাকে পড়ে শোনাতে হয় পুরোটাই।'


টিভি দেখতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য ?


'না। এখন তিনি দেখতে পান না, তবে শুনতে পান।' 


কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের সঙ্গে দেখা হওয়ায় কী কথা বললেন বুদ্ধদেব ভট্টাচার্য ?


'সায়রা শাহ হালিম নিজের পরিচয় দিতেই, তখন উনি একটু হাসলেন। সায়রা আশীর্বাদ চাইলে, তাঁর মাথায় হাত দিয়ে এদিন আশীর্বাদও করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, বলে জানিয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য। আর বলেছেন,  পরীক্ষা কবে ? প্রস্তুতি কী ? সায়রাকে প্রশ্ন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।' 


একটা পরিচিত ছবি ছিল, আপনি, বুদ্ধদেব ভট্টাচার্য এবং সুচেতনা- আপনারা সপরিবারে ভোট দিতে যেতেন পাঠভবন স্কুলে। বিগত কয়েকটা ভোটে যেতে পারছেন না  বুদ্ধদেব ভট্টাচার্য। এবার কী সম্ভব হবে ?


'না । একেবারেই না। এটা নিয়ে খুব, এমন একটা.. ঠিক বলতে পারব না.. এই যে আগে তিনজনে একসঙ্গে ভোট দিতে যেতাম', বলতে বলতে  আবেগঘন হয়ে আসেন মীরা ভট্টাচার্য। গলায় আড়ষ্টতা ভেসে আসে।  বলেন, 'এখন দুজনে যাই, এটা নিয়ে খুব আক্ষেপ থাকে।'


আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়, ১ ঘণ্টা ৯ মিনিটের CCTV ফুটেজ দেখাল রাজভবন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।