সঞ্চয়ন মিত্র, কলকাতা : বৃষ্টি বাদলার শঙ্কা নেই। দক্ষিণবঙ্গে আজ থেকে পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শুক্রবার থেকে । সকাল ও সন্ধ্যা, দুবেলাই মনোরম আবহাওয়া থাকবে। আগামী শনিবার পর্যন্ত বসন্তের অনুভূতিই থাকবে শহরে ও জেলায় । 

তাপমাত্রা আবার নামবে ? 

যদিও  উত্তর-পশ্চিমে ঠান্ডা হাওয়ার ঝলক থাকবে। বৃহস্পতিবারের মতোই হালকা ঠান্ডা হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। রবিবারের পর ফের চড়বে পারদ। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গে শুক্র ও শনিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনভর। তবে ভারী বৃষ্টির  সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে শুধুমাত্র। পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই উত্তরবঙ্গেও। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

কলকাতার আবহাওয়া

কলকাতায় শুক্রবার দিনভর পরিস্কার আকাশ থাকবে। আগামী দু'দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। হিমেল হাওয়ায় বৃহস্পতিবারও পারদ নেমেছিল সামান্য।

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম।  

আরও ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? জানাল IMD 

source : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
08-Mar 20.0 30.0
Mainly Clear sky
09-Mar 20.0 31.0
Mainly Clear sky
10-Mar 21.0 31.0
Mainly Clear sky
11-Mar 21.0 32.0
Mainly Clear sky
12-Mar 23.0 33.0
Mainly Clear sky
13-Mar 24.0 33.0
Mainly Clear sky
14-Mar 24.0 33.0
Mainly Clear sky

আরও পড়ুন :