কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal Weather ) যখন তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, ঠিক তখনই প্রবল বর্ষণের লাল সতর্কতা উত্তরবঙ্গে (North Bengal Weather )। এদিকে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, তারই মাঝে নতুন করে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসে উদ্বেগের মেঘ একাধিক জেলায়। কী বলছে হাওয়া অফিস (Weather Alert) ? 


কেন এই চরম অস্বস্তিকর আবহাওয়া ?


 মৌসম ভবন সূত্রে খবর, উত্তরপ্রদেশের পূর্বদিক বরাবর, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে একটি  ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার গতিপথ বিহার, আসাম হয়ে নাগাল্যান্ডের দিকে। পাশাপাশি বাংলাদেশের উত্তর অংশে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উপরেও ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। আর এই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাস্প একত্রিত হয়েছে। এর ফলেই গরম, চরম আর্দ্রতা, তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।


তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা, দুই-একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা


হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) দুই-একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস (North Bengal Weather Update)দিয়েছে আবহাওয়া দফতর।শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের। তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলিতে।


কেন বাড়ছে আর্দ্রতা ? জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 'মাটির গরম ভাপ উঠছে ১০ ফুট ওপর পর্যন্ত। সেটা সেখানে স্থায়ী হচ্ছে বেশ কিছুক্ষণ, তাই বাড়ছে আদ্রতা।' দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া।  হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনা বাদে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতি ও শুক্রবার।শনিবার থেকে তাপপ্রবাহ থাকবে না দক্ষিণবঙ্গের কোনও জেলায়।পূর্বাভাসে বলা হয়েছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতায় বৃষ্টি হতে পারে রবি, সোম ও মঙ্গলবার। 



 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।