সন্দীপ সরকার, কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal) যখন চলছে তুমুল বৃষ্টি, তখন দক্ষিণে ভ্যাপসা গরম অব্যহত। হাওয়া অফিসের তরফে, পশ্চিমের জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।


  দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা ?


এদিকে আজও কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। অপরদিকে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা, স্পষ্ট হবে চলতি সপ্তাহেই, অনুমান আবহবিদদের।


উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ


তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৃহস্পতিবার কিছু জেলায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বৃষ্টির জন্য কলকাতাবাসীকে অপেক্ষা করতে হবে সেই শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, একই রাজ্যে দুই প্রান্তে একেবারে দু'রকম আবহাওয়া।


চড়া রোদের সঙ্গে দোসর আর্দ্রতা জনিত অস্বস্তি


টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। বৃষ্টির দাপটে ধসও নামছে পাহাড়ে। উত্তরবঙ্গে যখন এই ছবি তখন দক্ষিণবঙ্গে সকাল থেকেই জ্বালা ধরাচ্ছে রোদের তেজ। চড়া রোদের সঙ্গে দোসর আর্দ্রতা জনিত অস্বস্তি। দিনভর ঘেমে নেয়ে একসা হচ্ছে দক্ষিণবঙ্গবাসী। প্রচন্ড গরমের জন্য বেলা বাড়তেই শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। 


অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি কোথায় কোথায় ?


অন্যদিকে, উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই।আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে।শনিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুর ও মালদায়।জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিঙ ও কালিম্পংয়ে।


আরও পড়ুন, ভোটপর্বে মাথায় ছিল না অন্য কিছু, আবার কি শরীর বিগড়োল অভিষেকের? ছুটি নিলেন সংগঠন থেকে


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।