West Bengal Live Update : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন

Live Update : আগামী বৃহস্পতিতে SSC-শুনানি,

ABP Ananda Last Updated: 13 Dec 2024 03:34 PM
West Bengal News Live : এখনই মুক্তি পাচ্ছেন না পার্থ

সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারি তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, এখনই মুক্তি পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।

WB News Live : বাংলাদেশি কট্টপন্থীদের সঙ্গে ভিখারির তুলনা দিলীপের

বাংলাদেশে একের পর এক নেতার মুখে ভারত বিরোধী স্লোগান চলছেই। এরমধ্যে মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তাঁর। কট্টপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করেন তিনি। 

WB News Live : আসামির মাকে থানার মধ্যে বিবস্ত্র করে মারধর অভিযোগে এবার আমডাঙা থানার আইসির বিরুদ্ধে মামলা রুজু

এক আসামির মাকে থানার মধ্যে বিবস্ত্র করে মারধর অভিযোগে এবার আমডাঙা থানার আইসির বিরুদ্ধে মামলা রুজু হল বারাসাত আদালতে। নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে আইসি রাজকুমার সরকারের বিরুদ্ধে নোটিস জারি করেছেন বিচারক। আদালতের নোটিস পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Kolkata News Live : টালিগঞ্জের গল্ফক্লাবে বহুতলের পিছনের ভ্যাটে কাটা মুন্ডু উদ্ধার

টালিগঞ্জের গল্ফক্লাবে বহুতলের পিছনের ভ্যাটে কাটা মুন্ডু উদ্ধার। মাথাটি মহিলার অনুমান 
তদন্তকারীদের। দেহের বাকি অংশের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live : ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ মালদায়

ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে দুর্নীতির অভিযোগ মালদায়। মাদ্রাসায় পড়ুয়াদের স্কলারশিপের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসায় স্নাতকোত্তরের পড়ুয়াদের অভিযোগ, স্কলারশিপের দ্বিতীয় দফার টাকা পাননি তাঁরা। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁরা কেউ পড়ুয়া নন। স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা তছরূপে অভিযুক্ত ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক।

Kolkata News Live Update : 'সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না' মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ দিলীপের

বাংলাদেশে একের পর এক নেতার মুখে ভারত বিরোধী স্লোগান চলছেই। এরমধ্যে মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তাঁর। কট্টপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করেন তিনি। 

Partha Chatterjee: সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
১ ফেব্রুয়ারি  জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

Bangladesh News : বাংলাদেশে এই মুহূর্তে কোনও আইনের শাসন নেই : আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়

বাংলাদেশে এই মুহূর্তে কোনও আইনের শাসন নেই। আইনজীবী আদালতে দাঁড়াতে পারছেন না। আইন নেই, সংবিধান নেই, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ওদেশে এখন আর গণতন্ত্রও নেই, প্রতিক্রিয়া আইনজীবী শীর্ষেন্দু সিংহরায়ের। 

Kolkata News Live : গল্ফগ্রিনে মানুষের কাটা মাথা উদ্ধারে চাঞ্চল্য

গল্ফগ্রিনে ১৬তলা বিল্ডিং এলাকায় মানুষের কাটা মাথা উদ্ধারে চাঞ্চল্য।  একটি বহুতলের পিছনের ভ্যাটে কাটা মুন্ডু দেখতে পান স্থানীয় বাসিন্দারা।  প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল মাথাটি। কাটা মুন্ডু উদ্ধার করেছে গল্ফ গ্রিন থানার পুলিশ। কাটা মুন্ডুটি মহিলার বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।  দেহের বাকি অংশের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে

West Bengal News Live: নিউটাউনে প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আইসিকে তীব্র ভর্ৎসনা

নিউটাউনে প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আইসিকে তীব্র ভর্ৎসনা। অবিলম্বে সরানো হোক। নিউটাউন থানার আইসির বিরুদ্ধে কি পদক্ষেপ, জানাবে রাজ্য। নির্দেশ হাইকোর্টের।

WB News Live Updates: কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?

কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ? নিয়োগ প্রক্রিয়া বাতিল, নাকি শনাক্ত হবে বৈধ-অবৈধ চাকরি? আগামী বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

West Bengal News Live: বাংলাদেশের ভারত-বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে বড়বাজার, নদিয়ায় মিছিল

বাংলাদেশের ভারত-বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে বড়বাজার, নদিয়ায় মিছিল। আলিপুরে পথে আইনজীবীরাও। 

প্রেক্ষাপট

লক্ষ্য ছাব্বিশের বিধানসভা ভোট। অমিত শাহ ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও, এখনও পর্যন্ত ২৫ শতাংশও পূরণ করতে পারলেন না বঙ্গ বিজেপির নেতারা। ফলে সংগঠন পোক্ত করার কাজ নিয়ে দলের অন্দরেই উঠেছে প্রশ্নচিহ্ন। সূত্রের খবর, এনিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষের মুখেও পড়তে হয়েছে রাজ্য নেতৃত্বকে। যা নিয়ে আবার পদ্মশিবিরকে কটাক্ষ-বাণে বিঁধেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।


কলকাতায় বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা। একটানা কদিন জ্বর ও গাঁটে ব্যথা হলেই বিশেষ রক্তপরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মশাবাহিত এই রোগ থেকে রেহাই পেতে ব্যবহার করতে হবে মশারিও।  


অন্যদিকে বঙ্গে রাম মন্দির ও বাবরি মসজিদ গড়ার জিগির। মুর্শিদাবাদে আগেই বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এরপরই রামমন্দির তৈরির ঘোষণা করেছিল বঙ্গীয় হিন্দু সেনা। আর এবার বহরমপুর লোকসভা এলাকার মধ্যে রামমন্দির তৈরির ঘোষণা করল বিজেপি। একদিকে মসজিদ আর অন্যদিকে মন্দির, ছাব্বিশের ভোটের আগে এটা কি রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার কৌশল? উঠছে প্রশ্ন।    


আরও খবরের জন্য চোখ রাখুন লাইভ আপডেটে। 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.