ঝিলম করঞ্জাই, কলকাতা : ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতপ্রেমীদের জন্য সুখবর। এ সপ্তাহের শেষেই পড়তে পারে জমিয়ে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ধাপে ধাপে নামবে পারদ। উইকেন্ড থেকে অনুভব করা যেতে পারে শীতের কামড়। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে ১১-র আশেপাশে। দার্জিলিঙে তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এতদিন পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড় 'দিটওয়ার' প্রভাবে আটকে ছিল পারদ পতন। বর্তমানে সেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলে সামগ্রিকভাবে গোটা দেশেই তৈরি হয়েছে শুষ্ক আবহাওয়ার অনুকূল পরিস্থিতি। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়াতে। এরাজ্যে কয়েকদিনের মধ্যে অন্তত ২-৩ ডিগ্রি পারদ নামতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। শীতের আমেজ বাড়বে রাত ও সকালের দিকে। আজ কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
বিগত কয়েকদিন ধরেই বাতাসে শিরশিরানি ভালই অনুভূত হচ্ছে। আর জমিয়ে শীতে উপভোগ করার সুযোগ আসছে এই সপ্তাহের শেষেই। আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি। শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হবে রাতে এবং ভোরে। আবহাওয়া যেহেতু শুষ্ক প্রকৃতির তাই জাঁকিয়ে শীত পড়ার জন্য আদর্শ পরিবেশ রয়েছে। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। অন্যদিকে দার্জিং পারদ পৌঁছতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ - সর্বত্রই জাঁকিয়ে শীত পড়তে চলেছে এই সপ্তাহের মধ্যেই। আগামী কয়েকদিনে ভালভাবে পারদ পতন হবে এবং তাপমাত্রা কমে উইকেন্ডেই শীতের আমেজ বেশ ভালভাবেই অনুভূত হবে।
মূলত রাতের দিকে এবং সকালে আবহাওয়ায় শিরশিরানি অনুভব করতে পারবেন শীতপ্রেমীরা। ডিসেম্বরের শুরু থেকেই এবার ভাল রকম ঠান্ডা পড়তে চলেছে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২ থেকে ৪ ডিগ্রি পারদ নামতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। আবহাওয়ার এই পরিবর্তনে বাড়ির ছোটদের সর্দি-কাশি, জ্বর অর্থাৎ ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে। তাই সতর্ক থাকা জরুরি। শুধু ছোটরাই নয়, সতর্ক থাকতে হবে প্রাপ্তবয়স্কদেরও। কারণ মরশুমের শুরুতেই ঠান্ডা লেগে গেলে, তা কমতে সময় লাগবে, উল্টে বাড়বে কষ্ট।