অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তিতে জমিয়ে শীতের স্পেল চলবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রায় ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। তবে আগামী দুই দিনে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। আজ বিকেল থেকে ফের সক্রিয় হবে উত্তুরে হাওয়া। যার জেরে আগামী দু'দিনে আরও কিছুটা পারদ নামবে।

Continues below advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। আগামী দু'দিনে আরো কিছুটা নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার বিকেল থেকে সক্রিয় হবে উত্তুরে হাওয়া। উত্তুরে হাওয়া জোরালো হতেই আগামী দু দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের প্রথম কয়েকটা দিনে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের চার জেলাতে আরো দু- দিন ঘন কুয়াশার সতর্কবার্তা।  

Continues below advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া              

সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা। পরে  আকাশ পরিষ্কার হবে। আগামীকাল এবং পরশু সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সামান্য বাড়লো রাতের তাপমাত্রা। আগামীকাল ও পরশু কিছুটা কমতে পারে তাপমাত্রা। পৌষ সংক্রান্তি থেকে জমিয়ে শীতের স্পেল চলবে।  কলকাতার আবহাওয়া                পৌষ সংক্রান্তিতে জমিয়ে শীতের আসর। পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ মঙ্গলবারও। আরো কিছুটা নামতে পারে পারদ আগামী দুই দিনে। পৌষের শেষ দিন থেকে মাঘ মাসের শুরুর কয়েকটা দিনে কনকনে ঠান্ডার আরো একটা স্পেল থাকবে।    

দেশের আবহাওয়া                  আইএমডি সূত্রে খবর, দেশের রাজধানী দিল্লি, পঞ্জাব, চন্ডীগড় ও হরিয়ানায় রয়েছে চরম শৈত্য প্রবাহের সর্তকতা। এদিকে আবার, তামিলনাডু, পুদুচেরি ও করাইকালে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।  উত্তরবঙ্গের চার জেলায় আজকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।