Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের দাপুটে ব্যাটিং কবে থেকে ? আবহাওয়ার বড় আপডেট

North Bengal Weather: হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে ! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙের পার্বত্য এলাকাতেও।

Continues below advertisement

কলকাতা : সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ থেকে ১২ ডিগ্রিতে সেলসিয়াসে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের পথে আগামী সপ্তাহে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। 

Continues below advertisement

উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীতে বাধা পড়বে। দুই-তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা।

হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে ! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। মঙ্গলবারে দার্জিলিং ও কালিম্পঙের সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদা জেলাকেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ৭ ডিসেম্বর। দক্ষিণ অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-
 
সপ্তাহান্তে পারা পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব; সোমবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। উত্তুরে হাওয়ায় নামবে পারদ। তাপমাত্রা নামবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শনিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলাতে।

আগামী ৪/৫ দিনে মূলত পরিষ্কার আকাশ। তিন থেকে পাঁচ জেলায় মাঝারি কুয়াশা। অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। এরপর নামতে পারে তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা হতে পারে প্রায় সব জেলায়। তাপমাত্রা পরিবর্তনের কারণে সকালে সামান্য কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ। আজ ও কাল মাঝারি কুয়াশার সম্ভাবনা  মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া-
 
এদিকে পাহাড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টির  সম্ভাবনা পার্বত্য এলাকায়। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার অথবা মঙ্গলবার উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ তিন জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। এই তিন জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। 

কলকাতার আবহাওয়া-
 
ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের শেষে পারা পতনের ইঙ্গিত। তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। শনি; রবিবারে জমিয়ে শীতের আমেজ ফেরার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

মূলত পরিষ্কার আকাশ থাকবে। আগামী দুই-তিন দিনে রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামবে। দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের কিছুটা নীচে। 

কলকাতার তাপমান- আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ। 

Continues below advertisement
Sponsored Links by Taboola