কলকাতা : সরস্বতী পুজোর পর থেকেই বারবার তাপমাত্রা ওঠা-নামা করার সম্ভাবনা। এভাবেই আস্তে আস্তে চলে আসবে শীত- বিদায়ের সময়। বুধবার কুয়াশার মোটা চাদর ঘিরে রেখেছিল কলকাতা শহরকে। শীতের কামড় নেই ঠিকই আছে ভরপুর আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তাপমাত্রার ওঠানামা চলবে। বুধবার থেকেই  তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  রোদের দেখা মিলবে না এই দুই দিন তেমন। আংশিক মেঘলা আকাশই থাকবে । শুক্রবার থেকে ফের ঝকঝকে রোদের দেখা মিলবে। রবিবারের মধ্যে ফের তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে নিম্নমুখী হবে পারদ। 

উত্তরবঙ্গে ঠান্ডা অপেক্ষাকৃত বেশি । সেই সঙ্গে বৃহস্পতিবার ঘন কুয়াশা ঘিরে থাকবে।   জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া-অফিস। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে  ঘন কুয়াশা বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।         

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে ফের নিম্নমুখী হবে পারদ। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।  ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায় বলে অনুমান আবহবিদদের। 

বৃহস্পতিবার ফের ঘন কুয়াশার সম্ভাবনা বাড়বে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। কলকাতাতে স্বাভাবিকের ওপরে রয়েছে রাত ও দিনের তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ।  আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৫ থেকে ৯৪ শতাংশ। 

 

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings
05-Feb 20.0 28.0
Dense Fog
Dense Fog
06-Feb 19.0 28.0
Fog/mist in the morning and mainly clear sky later
No warning
07-Feb 17.0 27.0
Mainly Clear sky
No warning
08-Feb 16.0 26.0
Mainly Clear sky
No warning
09-Feb 17.0 26.0
Mainly Clear sky
No warning
10-Feb 20.0 28.0
Mainly Clear sky
No warning
11-Feb 20.0 28.0
Mainly Clear sky
No warning