West Bengal News Live : রাজ্যজুড়ে বজ্রপাতে মৃত ১৩
Loksabha Election 2024 : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারে হামলার অভিযোগ। বিজেপির প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এপ্রসঙ্গে হিরণ বলেন, 'নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। এক বিজেপি কর্মী খুন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব। তাই গতকাল আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি আর আজ প্রার্থীর ওপর হামলা হল।" তৃণমূলকে নিশানা করে অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থীর। এই, অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।
বৃহস্পতিবার তমলুকে সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন। ফলাফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের সরকার গঠনে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর জবাবে তাঁকে কটাক্ষ করে "গাঁয়ে মানে না আপনি মোডল" বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বৃহ্স্পতিবার বজ্রপাতের ফলে মালদায় ১১ জন এবং মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে একজন করে দুজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পরে মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে সিবিআই। আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ২৫ জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সূত্রের খবর, বেআইনি ভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করেছে কয়েকজন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ মুকুল রায়ের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রসের সভাপতি অধীর চৌধুরী।
নন্দীগ্রামের সিপিএমের সঙ্গে মিলে গণহত্যা চালিয়েছে অধিকারী পরিবার। বৃহস্পতিবার তমলুকের সভা থেকে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করেছেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের জের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার তমলুকে অভিষেকের মিছিল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। "সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু মমতাকে নন, বাংলার সব মহিলাকে অপমান করেছেন অভিজিৎ। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন।" এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের জের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার তমলুকে অভিষেকের মিছিল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। "সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু মমতাকে নন, বাংলার সব মহিলাকে অপমান করেছেন অভিজিৎ। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন।" এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের জের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার তমলুকে অভিষেকের মিছিল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। "সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু মমতাকে নন, বাংলার সব মহিলাকে অপমান করেছেন অভিজিৎ। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন।" এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের জের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার তমলুকে অভিষেকের মিছিল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। "সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু মমতাকে নন, বাংলার সব মহিলাকে অপমান করেছেন অভিজিৎ। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন।" এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের জের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার তমলুকে অভিষেকের মিছিল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। "সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু মমতাকে নন, বাংলার সব মহিলাকে অপমান করেছেন অভিজিৎ। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন।" এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের।
লোকসভা ভোটের আগে কলকাতায় আয়কর হানায় উদ্ধার হল ১ কোটি টাকা। শোভাবাজারের বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার হয়। এই ঘটনায় নাম জড়িয়েছে ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি সাহার।
মমতা বন্দ্যোপাধ্যয় এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই নিজের ভাঙা নৌকা পার করানোর চেষ্টা করছেন। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট ব্যাখ্যা নিয়ে খোঁচা অধীর চৌধুরীর। অন্যদিকে ইণ্ডির পিণ্ডির চটকে গিয়েছে বলে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
সন্দেশখালিতে প্রতিবাদীকে অপহরণ করে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। ৩ দুষ্কৃতী ছাড়াও অভিযোগপত্রে তৃণমূল নেতা দিলীপ ও তৃণমূল কর্মী সৈকতের নাম। ফাঁসানোর চেষ্টা বলে অভিযোগ শাসকদলের।
ভোট মিটতেই মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু। দিলীপ ঘোষের বুথ এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রতারণা ও রিগিং করে হারানো হয়েছিল বলে বৃহস্পতিবার তমলুকে নির্বাচনী জনসভা করতে গিয়ে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, জেলাশাসক পাল্টে, লোডশেডিং করে ভোটের ফলে কারচুপি করা হয়েছিল। চিরকাল বিজেপি থাকবে না। আজ না হয় কাল, এর বদলা আমি নেবই।
এবার বীরভূমের মল্লারপুরে খোদ পুলিশের উপরেই হামলা। মল্লারপুরের পাথাই গ্রামে গেলে পুলিশকে বেধড়ক মার। আহত এক SI ও দুই ASI-সহ ৫ পুলিশ কর্মী। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত যুবককে মারধরের হাত থেকে উদ্ধার করতে গেলে হামলা। পুলিশের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। তাড়া খেয়ে পালিয়ে আসে পুলিশ, এলাকায় উত্তেজনা।
নৌশাদ সিদ্দিকি আসার আগে উত্তপ্ত শাসন। পতাকা লাগানোর সময় আইএসএফের উপর 'হামলা'। তৃণমূলের জেলা পরিষদ সদস্যার স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ। ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ সমর্থকরা। পুলিশ এসে লাঠি উঁচিয়ে ধাওয়া করে তৃণমূল সমর্থকদের।
সন্দেশখালিতে এবার অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপরে 'হামলা'! সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 'মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৩ দুষ্কৃতী'। সন্দেশখলি থানায় অভিযোগ দায়ের করে দাবি প্রতিবাদীর। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরেই হামলা।
শুধু প্রচারের ময়দানে বাগ্যুদ্ধেই থেমে থাকল না লড়াই। এবার বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিজেপি প্রার্থীর অভিযোগ, বিভিন্ন নির্বাচনী সভায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বদনাম করার চেষ্টা করছেন তৃণমূল প্রার্থী। সাংসদ উন্নয়ন তহবিলের টাকা খরচ নিয়ে ভুল তথ্য দিয়ে অরূপ চক্রবর্তী ভোটারদের বিভ্রান্ত করছেন বলেও অভিযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থীর। এই নিয়ে তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল তালডাংরাতে নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ করেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ভিত্তিহীন অভিযোগ, প্রতিক্রিয়া সুভাষ সরকারের।
ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার হল ১ কোটি টাকা। শহরজুড়ে মোট ১০টি জায়গায় চলছে আয়কর-হানা। সূত্রের খবর, কলকাতার ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। এসপ্ল্যানেডের একটি অফিস থেকে ৫০ লক্ষ ও অন্য একটি জায়গা থেকে আরও ৫০ লক্ষ নগদ উদ্ধার হয়েছে।
জয়নগর লোকসভার গোসাবায় তৃণমূল সমর্থকের রহস্যমৃত্যু। বাড়ির পাশে বাগান থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃতের নাম তাপস বৈদ্য। তৃণমূল সমর্থককে খুনের অভিযোগ উঠল গোসাবা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুভাষ মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মৃত তৃণমূল সমর্থকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তৃণমূল নেতার। গতকাল রাতে শাসক-নেতার উপস্থিতিতেই তৃণমূল সমর্থক তাপসকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। এখনও পর্যন্ত সুন্দরবন কোস্টাল থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত তৃণমূল নেতার। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা ছিল না তৃণমূল সমর্থকের। অকারণে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে।
ভোট শেষ হতেই বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু। মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে সিবিআই (CBI) । আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করে চলছে তলব। ধাপে ধাপে সন্দেহভাজনদের তলব করছে সিবিআই। সূত্র মারফৎ খবর, ইতিমধ্যেই ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজও তলব করা হয়েছে ৪০ জনকে। এখন হাওড়া জেলায় (Howrah District) অযোগ্যদের খোঁজার কাজ চালাচ্ছে সিবিআই। বেশ কয়েকজন বেআইনি ভাবে চাকরির কথা স্বীকার করেছেন।
পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হল চারজনের। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে।
'এমন জায়গায় পৌঁছে দেব, যে তৃণমূলকে কেউ ডাকবে না। তৃণমূল এবার এমন সংখ্যক আসন পাবে, যে দেশে কোনও ভূমিকাই থাকবে না', মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্যকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের।
সন্দেশখালিতে এবার অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপরে 'হামলা'! সন্দেশখালিতে প্রতিবাদী মহিলার উপর হামলা, অপহরণের চেষ্টা? 'মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৩ দুষ্কৃতী' সন্দেশখলি থানায় অভিযোগ দায়ের করে দাবি প্রতিবাদীর। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরেই হামলা
২০ তারিখ ভোটের দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। ২১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে 'হামলা'। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপি মুখপাত্রর গাড়িতে 'হামলা'। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর।
মেমারির পর হুগলির শ্রীরামপুরের সভাতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
রাজ্যে ভোটপ্রচারে এসে এবার অমিত শাহের মুখেও 'হীরক রানি'। বেনজির আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে, দুর্নীতিগ্রস্তদের জেলে যাওয়া নিয়েও দিলেন কড়া বার্তা। বাম-কংগ্রেস প্রশ্ন তুলছে, বিজেপি দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়ার কথা বললেও, তৃণমূলের সঙ্গে সেটিংয়ের কারণে আদৌ কি তা বাস্তবায়িত হবে?
সন্দেশখালিকাণ্ডে আজ জোড়া আদালতে শুনানি। হাইকোর্টে রেখা পাত্রর মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।
ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্যের আশ্বাস মমতার। ইন্ডিয়া জোটকে সাহায্যের আশ্বাস দিয়েও বিজেপির সঙ্গে আঁতাত অভিযোগে বাম-কংগ্রেসের বঙ্গ নেতৃত্বকে আক্রমণ মমতার।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যজুড়ে বাজ পড়ে মৃত্যু হল মোট ১৩ জনের। মালদায় মারা গেছে ১১ জন। আর মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে মারা গেছে আরও দুজন। বজ্রপাতের জেরে জখম হয়েছে আরও পাঁচজন।
"মমতা বন্দ্যোপাধ্যায় লিখিত চোর, প্রতিষ্ঠিত চোর," তোপ শুভেন্দুর। তমলুকে সভা করতে গিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম না করে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি টাকা তুলেছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
আচমকা ঝড়-বৃষ্টিতে মালদহে বাজ পড়ে মৃত্যু হল ১১ জনের। জখম হয়েছে দুজন। মৃতদের মধ্যে ২ জন স্কুল ছাত্রও রয়েছে।
ভোটের ফল পর্যন্ত স্বস্তি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের উপর স্থগিতাদেশ হাইকোর্টের। পুলিশের এফআইআরের ভিত্তিতে আগামী ১৫ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তমলুকে অশান্তির ঘটনায় শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে এফআইআর করেছিল পুলিশ।
তৃণমূল কংগ্রেস আদিবাসী ও জনজাতি বিরোধী বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বান্দোয়ানে জনসভা করতে গিয়ে এই মন্তব্যই করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ও মুখোশ সবাই দেখে ফেলেছে বলেও কটাক্ষ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
"সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে আমরা থাকব। ইন্ডিয়া জোটে সরকার আমরাই গড়ব।" বৃহস্পতিবার তমলুকে নির্বাচনী জনসভা করতে এই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির (BJP) কাছে নালিশ করার পরেই সন্দেশখালিতে মহিলার উপর হামলা (Sandeshkhali), অপহরণের চেষ্টার অভিযোগ। ঘটনাস্থলে গেল পুলিশ (Police)। সন্দেশখালির ভাইরাল সিরিজকে হাতিয়ার করে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। নস্যাৎ দলেরই পঞ্চায়েত সমিতির সদস্যার। ভোটের মধ্যেই সন্দেশখালির স্টিংকাণ্ডে তোলপাড়। মুখ খুললেন অমিত শাহ।তৃণমূল নেতা-কর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার আরেক বিজেপি কর্মী। রক্ষা কবচের আর্জিতে হাইকোর্টে বসিরহাটের বিজেপি প্রার্থী (BJP Candidate At HC)। FIR খারিজের আবেদনে আদালতে পিয়ালিও। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্যের আশ্বাস মমতার (CM Mamata Banerjee)।
ইন্ডিয়া জোটকে সাহায্যের আশ্বাস দিয়েও বিজেপির সঙ্গে আঁতাত অভিযোগে বাম-কংগ্রেসের বঙ্গ নেতৃত্বকে আক্রমণ মমতার। ‘বাইরে থেকে সাহায্য দিয়ে INDIA জোটের সরকার গড়ে দেব’। পঞ্চম দফা ভোটের আগে মমতার মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। দু'নৌকায় পা, পাল্টা সুজন। তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, কটাক্ষ অধীরের (Adhir Chowdhury)।বেঁচে থাকলে সত্যজিৎ রায় হীরক রানির সিনেমা বানাতেন, আক্রমণে অমিত শাহ। ভোট ব্যাঙ্কের রাজনীতি নিয়ে ফের বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী (PM Modi)। সন্দেশখালিকাণ্ডে আজ জোড়া আদালতে শুনানি। হাইকোর্টে রেখা পাত্রর মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -