কলকাতা: ভারতের চেন্নাই উপকূলে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ (Low pressure) উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর-পূর্ব দিকে এগোবে। পরে ঘূর্ণিঝড়ের (cyclone) রূপ নিয়ে অবস্থান করবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা থাকলে এখনও ল্যান্ডফল সম্পর্কে নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে এর গতিবেগ হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এদিকে আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের (West Bengal Weather Update) পরেই চিন্তায় পড়েছেন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। রেমাল ঘূর্ণিঝড় তাঁদের এলাকায় আছড়ে পরবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা


এদিকে বুধবার, বৃহস্পতি ও শুক্রবার থেকে আগামী ২৬ মে পর্যন্ত আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় অঞ্চলে। এর জেরে শুক্রবার অর্থাৎ ২২ মে থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।


আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি।


শনিবার ভারী বৃষ্টির সতর্কতা  রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। শনিবার ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলায়। সেই সঙ্গে তিনটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 


শনিবারের পর রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি ও ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও কলকাতা সহ ৯টি জেলায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 


আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।  তবে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া হইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে একই অবস্থা হওয়ার কথা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। এছাড়া বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া থাকবে।


আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বৃষ্টি বেশি হবে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আর মালদাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।


বর্ষার আগমন সম্পর্কে দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সামান্য অগ্রসর হয়েছে। আগামী দু-দিনে দক্ষিণ বঙ্গোপসাগরের আরও বেশ কিছু এলাকা এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের আরও বেশ কিছু এলাকা দক্ষিণ-পশ্চিম বায়ুর আওতায় আসবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Loksabha Election 2024 : ভোটের ঠিক ৩ দিন আগে মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা ! কী পেল পুলিশ