ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  সোমবার চতুর্থী। ইতিমধ্যেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে থিকথিকে ভিড়। নতুন ব্যাগ, অ্যাকসেসরিজের সঙ্গে পুজো পরিক্রমার সঙ্গী ছাতাও। চতুর্থী , পঞ্চমী কি ভাসবে বৃষ্টিতে ? আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাও দফতর জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনও কোনও জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে পুজোর দিনগুলিতে। তবে রাতে ও সকালের দিকে আবহাওয়ার সামান্য আরামদায়ক হতে পারে। 


পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটানা বৃষ্টিও হবে না কোথাওই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।


আবহাওয়া দফতরের তরফে সুখবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । সোমবার শুধুমাত্র উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। 


উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।  সোমবার বৃষ্টির সতর্কতা রয়েছে  কোচবিহার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে। তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।


সকালের দিকে মূলত মেঘলা আকাশ থাকবে কলকাতায় ।  বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সোমবার দুপুরের পর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। ১১ ও ১২ই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৬ শতাংশ।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।