কলকাতা : উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও, প্রবল গরমে কার্যত জেরবার অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। কার্যত বৃষ্টিত জন্য 'চাতক পাখির' মতো চেয়ে আছে মানুষ। কবে, মিলবে স্বস্তি ? কবে, থেকে ভরপুর বর্ষা শুরু হবে ? এনিয়ে হাজারো প্রশ্নের মাঝেই, এবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস। পরিস্থিতি অনুকূল হচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ঢুকে যাবে বর্ষা। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বা বলতে গেলে আগামী সপ্তাহের মাঝামাঝিতে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে । কাল সন্ধেয় কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।


তবে কাল, শনিবার পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।


এরপর রবিবার ও সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিপুল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।


উত্তরবঙ্গে আবহাওয়ার গতিপ্রকৃতি-


এদিকে উত্তরবঙ্গে অতি বৃষ্টির দুর্যোগের জেরে বাড়ছে দুর্ভোগ। আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে বলে জানা গিয়েছে। শনিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারের মতোই পরিস্থিতি থাকবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।