ওড়িশায় শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর চেয়ারে বসেছিলেন? এই দাবি করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শেয়ার করা সেই ভিডিওর সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। 


ভিডিওতে, অমিত শাহ, জেপি নাড্ডা, নবীন পট্টনায়কের মতো আরও অনেক নেতাকে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যায়। ভিডিওর শুরুতে জাতীয় সঙ্গীতের সুর শোনা যাচ্ছে এবং সব নেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড পর, প্রধানমন্ত্রী জনসাধারণের সামনে নমস্কার করেন এবং চেয়ারে বসেন। এটা দেখে কয়েকজন তাঁকে উঠে দাঁড়াতে বলেন। 


সোশ্যাল মিডিয়ার ইউজাররা বলছেন যে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলেন। X-এ ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করতে গিয়ে এক ইউজার লিখেছেন, “বসতে এত তাড়া যে জাতীয় সঙ্গীতও শেষ হয়নি এবং ক্ষমতার উন্মাদনায় যে মানুষটি চেয়ারকেই সবকিছু মনে করেছিল”। এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। ফেসবুকেও একই দাবি করা ভিডিও শেয়ার করা হয়েছে। 


একটি পোস্টের আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে। 




আজ তক ফ্যাক্ট পরীক্ষায় দেখা গেছে যে ভিডিওটি নিয়ে একটি বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই বসেছেন প্রধানমন্ত্রী মোদি। 


এই ভিডিওটির আসল সত্যটি কী? 


মোহন চরণ মাঝি ১২ জুন ২০২৪-এ ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। আজ তকের ইউটিউব চ্যানেলে শপথ অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও পেয়েছি। ভাইরাল ভিডিওর অংশটি ২৩ মিনিট নাগাদ দেখা যায়।



জাতীয় সঙ্গীত চলাকালীন প্রধানমন্ত্রী মোদি সমস্ত নেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর তিনি জনতার সামনে নমস্কার জানিয়ে বসেন। তার সঙ্গে আরও কয়েকজন নেতাও নিজ নিজ চেয়ারে বসেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই অন্য সুর বাজতে শুরু করে, যার জন্য কয়েকজন নেতা প্রধানমন্ত্রী মোদিকে দাঁড়াতে বলেন এবং তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ান।


আজ তকের ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে যে জাতীয় সঙ্গীতের পরে ওড়িশার রাজ্য সঙ্গীত "বন্দে উৎকল জননী" এর সুর বাজানো হয়েছিল। অনুষ্ঠানের ভিডিওতে আরও দেখা যায়, জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী সব নেতার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই তিনি বসেন।


মোহন চরণ মাঝি ওড়িশার ভুবনেশ্বরে দুই ডেপুটি সিএম এবং ১৩ জন মন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন । এই সময় অনেক বিজেপি নেতা, বহু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও এসেছিলেন। ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে।


ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে আজ তক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে