কলকাতা : কবে আসবে শীত? উত্সবের মরসুম শেষের মুখে। এখন এটাই প্রশ্ন নভেম্বরের শুরুতে হিমেল পরশ গায়ে মাখা রাজ্যবাসীর। এরই মধ্যে বেশ কয়েকবার ২০ ডিগ্রির নিচে নেমেছে শহরের তাপমাত্রা। তখন থেকেই একটু মোটা চাদর আলমারি থেকে বের করেছে বাঙালি । তবে শেষ দুই দিন শীতের আরাম নেই বললেই চলে। কবে পড়বে শীত ? আবহাওয়া দফতরের পূর্বাভাস, পারদ পতন হবে আগামী সপ্তাহে। তাপমাত্রা নামবে । হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরে। 

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২০  ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। 

আজ কলকাতার তাপমাত্রা 

বৃষ্টিপাত: ২৪%
আর্দ্রতা: ৬৮%
বাতাস: ৫ কিমি/ঘন্টা

আজ শহর কলকাতার আবহাওয়া কেমন

দিন (Day) সর্বনিম্ন
তাপমাত্রা (Min)
সর্বোচ্চ
তাপমাত্রা
(Max)
সারাদিনের 
আবহাওয়া
কেমন যেতে 
পারে 
12 নভেম্বর 20.0 31.0 ঝলমলে  দিন 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে।  আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 
আগামী ২ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। সিকিমে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।