অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বছরের শুরুতেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় তেরোর ঘরে নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩. ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে।
রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত: জানুয়ারিতেই পরপর পশ্চিমী ঝঞ্ঝা। অবাধ উত্তুরে হাওয়ার পথ আটকাতে পারে। এর ফলে সপ্তাহান্তে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে। এ ছাড়াও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: বছরের শুরুতে ফিরল জমিয়ে শীতের আমেজ। হিমেল পরশ বাংলায়। তবে জানুয়ারির প্রথম সপ্তাহতেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে। শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার নাগাদ তাপমাত্রা সামান্য বাড়তে পারে ধীরে ধীরে। এদিন কুয়াশা ছিল পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশা ছিল।
উত্তরবঙ্গের আবহাওয়া: আগামী সপ্তাহে ফের বৃষ্টি তুষারপাতের সামান্য সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী মঙ্গলবার, ৭ই জানুয়ারি। দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার তুষারপাতের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে। রাতে ও সকালের দিকে কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সবথেকে বেশি আশঙ্কা রয়েছে কুয়াশার।
কলকাতার আবহাওয়া: কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৬ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Firhad Hakim: দলে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে: ফিরহাদ হাকিম