সঞ্চয়ন মিত্র, কলকাতা: চলতি সপ্তাহে কলকাতায় জমিয়ে শীত (Winter)। আরও নামল তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। অবাধ উত্তুরে হাওয়ায় আরও কয়েকদিন রাজ্যে (West Bengal) বজায় থাকবে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department)।
শীতের পর্ব বাংলায়: কলকাতায় পারদের ওঠানামা চলছেই। চলতি সপ্তাহে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার একধাক্কায় ২ ডিগ্রি নামে পারদ। ওইদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার কলকাতায় পারদ নামে ১৬ দশমিক ৯ ডিগ্রিতে।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা-ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Day | Min | Max | Text |
26 Nov | 17 | 29 | পরিষ্কার আকাশ |
27 Nov | 17 | 30 | পরিষ্কার আকাশ |
28 Nov | 18 | 29 | কুয়াশা, পরে পরিষ্কার আকাশ |
29 Nov | 18 | 29 | পরিষ্কার আকাশ |
30 Nov | 18 | 29 | পরিষ্কার আকাশ |
পারদ ২০ ডিগ্রির নিচে থাকায় শীতের আমেজ বজায় আছে ঠিকই, কিন্তু তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: Hooghly Weather Update: পারদ নেমেছে ২০ ডিগ্রির নীচে, অস্বাস্থ্যকর বাতাস, আজ হুগলির আবহাওয়া কেমন?