সঞ্চয়ন মিত্র, কলকাতা: চলতি সপ্তাহে কলকাতায় জমিয়ে শীত (Winter)। আরও নামল তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। অবাধ উত্তুরে হাওয়ায় আরও কয়েকদিন রাজ্যে (West Bengal) বজায় থাকবে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department)।

শীতের পর্ব বাংলায়: কলকাতায় পারদের ওঠানামা চলছেই। চলতি সপ্তাহে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার একধাক্কায় ২ ডিগ্রি নামে পারদ। ওইদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার কলকাতায় পারদ নামে ১৬ দশমিক ৯ ডিগ্রিতে।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা-ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

Day  Min Max Text
26 Nov 17 29 পরিষ্কার আকাশ
27 Nov 17 30 পরিষ্কার আকাশ
28 Nov 18 29 কুয়াশা, পরে পরিষ্কার আকাশ
29 Nov  18 29 পরিষ্কার আকাশ
30 Nov 18 29 পরিষ্কার আকাশ

পারদ ২০ ডিগ্রির নিচে থাকায় শীতের আমেজ বজায় আছে ঠিকই,  কিন্তু তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।  

আরও পড়ুন: Hooghly Weather Update: পারদ নেমেছে ২০ ডিগ্রির নীচে, অস্বাস্থ্যকর বাতাস, আজ হুগলির আবহাওয়া কেমন?