সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভালবাসার মরসুমে খামখেয়ালি আবহাওয়া (Weather Update)। ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) পর্যন্ত চলবে পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আরও ২ দিন সকালের দিকে কুয়াশা থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশা থাকবে।                         

খামখেয়ালি আবহাওয়া: কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ পড়লেও গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার দেখা মিলছে না। করাজ্যে আজও ঊর্ধ্বমুখী পারদ।  গতকালের থেকে ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে-তে ফিরতে পারে শীতের আমেজ। এরপর তা ধীরে ধীরে উধাও হবে। এভাবেই কার্যত বিদায় নেবে শীত।                                                                                      

একনজরে আবহাওয়ার আপডেট:

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
08-Feb 18.0 30.0
Mainly Clear sky
09-Feb 17.0 30.0
Mainly Clear sky
10-Feb 17.0 29.0
Mainly Clear sky
11-Feb 18.0 30.0
Mainly Clear sky
12-Feb 19.0 31.0
Mainly Clear sky
13-Feb 18.0 31.0
Mainly Clear sky

সপ্তাহশেষে শীতের আমেজ
সারা সপ্তাহ উচ্চ তাপমাত্রা ভোগালেও শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। ফলে হালকা শীতের আমেজ অনুভূত হবে আগামী উইকএন্ডে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। অর্থাৎ জাঁকিয়ে শীত ফেরার আর সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পং এর কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।                           

আরও পড়ুন: North 24 Parganas Weather: কুয়াশার চাদরে মোড়া জেলা থেকে শহর, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?