ঝিলম করঞ্জাই, কলকাতা: সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের ৭টি লোকসভা কেন্দ্রে।
ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? পঞ্চম দফা ভোটের দিন বঙ্গে কি বৃষ্টির ভ্রুকুটি? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পঞ্চম দফা ভোটের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, '২০ তারিখ পঞ্চম দফা ভোটের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা। এদিকে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন, আঁতুড়ঘরে ঘূর্ণিঝড় রেমাল? কোথায় তৈরি হবে, কোন পথে এগোবে ঝড়? আবহাওয়া দফতরের বড় বার্তা
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি । কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
সোমবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গের সব জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে