কলকাতা: গত অর্ধ শতাব্দীতে এপ্রিলে শহরে দীর্ঘস্থায়ী গরম। ২০২৪-এ রেকর্ড করল তাপমাত্রার এই স্থায়ীত্ব। এরই মধ্যে  কলকাতা সহ লাগোয়া জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি আগামী ৭২ ঘন্টায়। তারপর ফের সরাসরি তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হল। ছয় জেলায় চরম তাপপ্রবাহ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।  


তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় লু এর বদলে আর্দ্রতা বেড়ে ৪৮ ঘন্টার জন্য তাপপ্রবাহের বাইরে এল কলকাতা, ঝাড়গ্রাম ও বীরভূমের শ্রীনিকেতন। নতুন করে তাপপ্রবাহের মানচিত্রে ঢুকে পড়ল উত্তরবঙ্গের মালদা।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে,  দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া দমদম, ব্যারাকপুর, হাওড়ার উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, হলদিয়া, হুগলির মগরা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের মালদা শহরে তাপপ্রবাহ বহাল। 


কলকাতায় আগামী ৫ দিন কেমন থাকবে?


আজ ২২ এপ্রিল সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি। ২৩ এপ্রিল ৪০ ডিগ্রি। ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি। ২৫ এপ্রিল ৪১ ডিগ্রি। ২৬ এপ্রিল ৪১ ডিগ্রি অতিক্রম করবে ফের। অর্থাৎ ২৫ এপ্রিল থেকে ফের তাপপ্রবাহের কবলে পড়তে পারে তিলোত্তমা। 


শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং আগামী দুদিন হালকা বৃষ্টি। মঙ্গলবার সামান্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ চার জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। সোম থেকে বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে। বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে, গরম ও অস্বস্তি মাত্রা ছাড়াবে উত্তরবঙ্গে। 



সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়াতে। বুধবার থেকে আবার তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। সোম এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনো প্রভাবই ফেলতে পারবে না বলে মত আবহাওয়াবিদদের।


১৯৮০ সালের এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পৌছেছিল ৪১.৭ ডিগ্রিতে। ২০২৩ সালেও এপ্রিল মাসে ৪১ ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়।  ২০১৬ ও ২০১৪ সালেও বেশ কয়েকদিন ৪১ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে তাপমাত্রা কলকাতা শহরে। তবে এবার একটানা দীর্ঘদিন চল্লিশের কাছাকাছি তাপমাত্রা কলকাতায়। যা বেনজির। 


আজ তাপমাত্রা কত হতে পারে? 



কলকাতা ৪০.৩ ডিগ্রি যা স্বাভাবিকে থেকে ৪.৪ ডিগ্রি বেশি। দমদম ৪১.৪ ডিগ্রি (+৪.৮) - হিট ওয়েভ, ডায়মন্ড হারবার ৪০.৩ ডিগ্রি (+৬.১)- হিট ওয়েভ, ব্যারাকপুর ৪৩.৭ ডিগ্রি (+৭.১)- সিভিয়র হিট ওয়েভ, মেদিনীপুরে ৪২.৫ ডিগ্রি (+৫.১)- হিট ওয়েভ, কৃষ্ণনগর ৪১.২ ডিগ্রি (+৪.৬)- হিট ওয়েভ, বাঁকুড়া ৪৪.৫ ডিগ্রি (+৬.১)-হিট ওয়েভ, পানাগড় ৪৪ ডিগ্রি (+৭.৯)- সিভিয়র হিট ওয়েভ, বর্ধমান ৪২ ডিগ্রি (+৫.৯)- হিট ওয়েভ, আসানসোল ৪২.৮    (+৫.৯)
- হিট ওয়েভ, মালদা ৪১.১ ডিগ্রি (+৬.১)- হিট ওয়েভ। 


রবিবার কত ছিল? 


কলকাতা- ৪০.৮ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি বেশি) - হিট ওয়েভ,  দমদম- ৪২ ডিগ্রি (+৫.৪) - হিট ওয়েভ, ক্যানিং ৪২ ডিগ্রি (+৫.৩) - হিট ওয়েভ, ব্যারাকপুর ৪৩ ডিগ্রি (+৫.১)- সিভিয়র হিট ওয়েভ, মেদিনীপুর ৪৪.৫ ডিগ্রি (+৬.৬)- সিভিয়র হিট ওয়েভ, কৃষ্ণনগর ৪১.৮ ডিগ্রি (+৪.৭) - হিট ওয়েভ, বাঁকুড়া ৪৪.৬ ডিগ্রি (+৪.৭) - সিভিয়র হিট ওয়েভ, পানাগড় ৪৫.১ ডিগ্রি  (+৭.২)- সিভিয়র হিট ওয়েভ, বর্ধমান ৪২ ডিগ্রি (+৫.৭)- হিট ওয়েভ, আসানসোল ৪৩.৪ ডিগ্রি (+৪.৭)- হিট ওয়েভ, সিউড়ি ৪২ ডিগ্রি (+৬.৭)- হিট ওয়েভ।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে