কলকাতা: রাজ্যজুড়ে বর্ষামঙ্গল। উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এর সঙ্গে  মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা থাকায় সেই জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ-জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা। কমবে বৃষ্টি, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানান হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।                                                                                                  


কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ সারাদিন শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কমলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে অনেকটাই। শুক্রবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কমবে বৃষ্টিপাত। শুক্র এবং শনিবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।                                                


আরও পড়ুন, আলুর দাম বৃদ্ধি নিয়ে এবার বড় সিদ্ধান্ত! একই থাকবে মূল্য? না কমবে দাম? 


উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে। শনিবারে ফের বৃষ্টি বাড়বে উত্তরের এই জেলাগুলিতে, বলা হয়েছে পূর্বাভাসে। 


যদিও উত্তাল রয়েছে মধ্য বঙ্গোপসাগর। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে