সঞ্চয়ন মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের তৈরি হল ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘণ্টায় তা পরিণত হতে পারে নিম্নচাপে (Depression)। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।


রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা। স্বস্তির মধ্যেই অস্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তিশালী হয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।                                                                             


আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেই কম-বেশি বৃষ্টি হবে। কলকাতা সহ বিভিন্ন জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে। আরও বৃষ্টি হলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।                 


দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আগামী ৪ থেকে ৫ দিন। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় রয়েছে ভূমি ধসের আশঙ্কা, উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়বে।


যতদিন না টানা বৃষ্টি হচ্ছে, ততদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।                                                                         


আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন