অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নভেম্বরের শুরুতে কমল তাপমাত্রা। আজ থেকে পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমল। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে নামল পারদ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। আপাতত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। শুক্রবার নাগাদ দক্ষিণ বঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

Continues below advertisement

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা।

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে। উত্তর-পূর্ব আরব সাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। সৌরাষ্ট্র উপকূলের কাছে অবস্থান। পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। আজ থেকে এর প্রভাব পড়বে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়।

Continues below advertisement

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া। শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমল। সকালে হালকা মনোরম আবহাওয়া। স্বাভাবিকের কাছাকাছি পারদ। শুষ্ক আবহাওয়া: পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

শুক্রবার ফের আবহাওয়ার পরিবর্তন। বাতাসে বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগন জেলায়। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ।

কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে নেমেছে আজ। সকালে খুব হালকা শীতের অনুভূতি। কোথাও কোথাও হালকা ধোঁয়াশা /কুয়াশা। আগামী কয়েকদিন রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। শুক্রবার নাগাদ আবহাওয়ার হালকা পরিবর্তন। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে।