ঝিলম করঞ্জাই, কলকাতা: তীব্র দাবদাহের পর প্রাণ জুড়িয়েছে বৃষ্টিতে। একধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে অনেকটাই। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতিই বজায় থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহ উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস মিলেছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে রাজ্যে। শুধু তাই নয়, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের কিছু এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। সঙ্গে ৩০ কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকবে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট নিয়ে হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। (West Bengal Weather Updates)
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। (West Bengal Weather Forecast)
মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কাল আবার দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার, ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্র এবং শনিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও। বৃষ্টির জেরে তিলোত্তমার তাপমাত্রাও স্বস্তিজনক জায়গায় থাকবে। এর আগে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সকাল থেকে আকাশ মেঘলা ছিল কলকাতায়। বেলা বাড়লে রোদ যদিও বেরোয়, তবে তেজ কম। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ দাবদাহ পর্বের পর বৃষ্টির দৌলতেই তাপমাত্রার পারদ নেমেছে। গোটা রাজ্যেই আপাতত নিম্নমুখী তাপমাত্রা। অন্তত সোমবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে বৃষ্টির ধরে আসবে। বায়ুমণ্ডলে যে বিপুল জলীয় বাষ্প জমা হয়েছে, তা ধীরে ধীরে কমতে শুরু করবে রবিবার থেকেই। তার পর থেকে তাপমাত্রার পারদ ফের চড়তে পারে।