গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবাহের কারণে, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। অন্যান্য জেলার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে জেলাজুড়ে। রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। আজ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। মাঝে মধ্যে দমকা বাতাস বইছে। সুন্দরবন এলাকায় বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেশী। আজ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। টানা কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে জেলাবাসীর।

আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, ঝড়ের তাণ্ডব চলছে একটানা। যার জেরে আরও কমবে তাপমাত্রার পারদ। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস। এর আগে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ। আজ ও কাল দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে। এই ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।