কলকাতা: মৌসম ভবন সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপ শক্তি হারিয়ে বিহারে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ। দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। 

রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা।বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গে শনিবার ও রবিবার ওপরের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি বাড়বে।  অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়। আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ অস্বস্তি বাড়বে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। 

অন্যদিকে, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।                                                          

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে জেলায় বেশি। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।                                                                            

সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।