অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কখনও টানা বৃষ্টি, কখনও আবার বিক্ষিপ্তভাবে। গত তিনদিনে রাজ্যজুড়েই বৃষ্টি দুর্যোগ চলেছে। তবে গতকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। যদিও আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে এখনও নিম্নচাপ রয়েছে ঝাড়খন্ডে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খন্ডে সরে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে এই মুহূর্তে অবস্থান উত্তর-পূর্ব ঝাড়খন্ড এলাকা। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে ধীরে এগোচ্ছে।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির কোনও সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দু এক জেলায় আংশিক মেঘলা আকাশ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি হবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে।
কলকাতায় দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।