কলকাতা: তাপদাহের অস্বস্তি কমিয়ে শনিবার, রবিবার দুই দিনই বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। কিছুদিন আগেই মৌসম ভবন জানিয়েছে, প্রত্যাশিত সময়ের বেশ কিছুটা আগে আন্দামান দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে মৌসুমী বায়ু৷ সেই সঙ্গে রয়েছে সক্রিয় চক্রবৎ ঘূর্ণাবর্ত৷ এরই মধ্যে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপর ডানা মেলেছে । সেই সঙ্গে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, ও অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত  আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত ৷ দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে সেই ঘূর্ণাবর্ত ৷ আর সেই কারণে বঙ্গজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে৷                                                 

দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস। সকাল থেকে দুপুর পর্যন্ত আজও কাল গরম ও অস্বস্তি থাকবে। পশ্চিমের পাঁচ জেলায় গরম ও অস্বস্তি বেশি। বিকেল ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান। 

পূর্বাভাস মতো, কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সকাল থেকে বেলা বাড়লে গরম ও অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, পূর্বাভাস এমনটাই । ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধ- বৃহস্পতিবার পর্যন্ত।                                                                  

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও।