সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীত (Winter) বিদায়ের বার্তা নিয়ে দুয়ারে হাজির বসন্ত। ফাল্গুনের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী। সরস্বতী পুজোর (Saraswati Pujo) দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত ছিল চার জেলায়। বাগদেবীর আরাধনার দিনে বৃষ্টি হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টি মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। 


আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সকাল থেকে মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে আবহাওয়ার মেজাজ বদলায় কি না, সেটাই দেখার।


তবে বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।                                                                


কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 


উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। আগামী দু-তিন দিনে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে কুয়াশা কমবে। আজ ও কাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মালদা ও দিনাজপুরে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। 


আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?                   


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার হালকা বৃষ্টির আশঙ্কা। রাতের তাপমাত্রা আরো কিছুটা বাড়বে। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।                         


আরও পড়ুন, কৃষক আন্দোলনের মধ্যেই পাঞ্জাব সফরে যাচ্ছেন মমতা, স্বর্ণমন্দিরে পুজো নিবেদন


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে