আশাবুল হোসেন এবং বিটন চক্রবর্তী, কলকাতা:  ২১ ফেব্রুয়ারি, পাঞ্জাব (Punjab) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অমৃতসরের (Amritsar) স্বর্ণমন্দিরে (Golden Temple) পুজো দেবেন তিনি। রাতেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। ২২ ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।                   


বিরোধীদের জোট 'INDIA'-র গুরুত্বপূর্ণ সদস্য হলেও, আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মতোই বনিবনা হচ্ছে না আম আদমি পার্টিরও। বাংলায় তৃণমূলের মতোই পাঞ্জাব, অসম এবং দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট বাধার পরিবর্তে একাই লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে মাত্র ১টি আসন কংগ্রেসকে ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু কংগ্রেস তাতে রাজি নয়।


গুজরাত, হরিয়ানা, গোয়াতেও কংগ্রেসের সঙ্গে জোট বেধে নয় একাই সম্ভবত লড়তে চলেছেন কেজরিওয়াল। মঞ্চে একসঙ্গে থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেসের জোট না হওয়ায় আখেরে নরেন্দ্র মোদি বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।


এই অবস্থায়, লোকসভা ভোটের মুখে এবার কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে ফের সেটিংয়ের অভিযোগ তুলছে সিপিএম-কংগ্রেস।


এদিকে, নতুন করে কৃষক আন্দোলন শুরু হয়েছে। ফিরছে ২০২০-র স্মৃতি। কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনে রণক্ষেত্র হয়েছে পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা। ইতিমধ্যেই কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 



ফলে, ফের যখন কৃষক আন্দোলন শুরু হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।                                                                     


যদিও মমতার এই সফর নিয়ে পাল্টা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'ইনি যাচ্ছেন যারা সুপ্ত খালিস্তানী যাদের কানাডা থেকে টাকা আসে, কানাডা থেকে কন্ট্রোল হয়, তাদের উস্কে দেওয়ার জন্য। আমি ভারত সরকারকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে যেন NIA লাগিয়ে রাখা থাকে।' 


যদিও, বিজেপির কটাক্ষে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। ২২ ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন, সন্দেশখালির মহিলাদের শারীরিক নির্যাতন? 'অস্বীকার' পুলিশের, পাল্টা দাবি জাতীয় মহিলা কমিশনের