সঞ্চয়ন মিত্র, কলকাতা : ঘেমে নেয়ে স্নান নয়। কলকাতায় শুকনো গরম। পুড়ছে চামড়া। ফাটছে ঠোঁট। এ যন অচেনা চৈত্র। তীব্র শুষ্ক গরমে জ্বলছে বাংলা। গত ৫ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি!
আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে
দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়লে লু বইবে। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সেই তাপমাত্রা স্থায়ী হতে পারে আরও দু-তিন দিন।
কলকাতায় ৪০ ডিগ্রি
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। রেকর্ড গরম পানাগড়ে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা, ৪২.২ ডিগ্রি। কলকাতায় ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদাতে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে, জেনে নিন আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে।
Local Weather Report and Forecast For: Kolkata-Alipur Dated :Apr 14, 2023
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|