মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।  দুর্গাপুর পুরসভার ভবনে এ বিষয়ে  উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। সেখানেই পুজোর বাজারে কেনাকাটার সময় করোনা বিধি মানার ওপর নজরদারির সিদ্ধান্ত হয়েছে।


জেলায় গত ২ সপ্তাহে ১২১ জন করোনা আক্রান্ত হয়েছেন।  হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত ৩ শিশুরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।পুজোর মুখে এভাবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।  সোমবার দুর্গাপুর পুরভবনে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। 


জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,  বাজারে ক্রেতা বিক্রেতারা যাতে মাস্ক পরে থাকেন, তার ওপর কড়া নজরদারি চালানো হবে।   বাইরে থেকে এসে হাত ভাল করে না ধুয়ে শিশুকে কোলে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  পুজোর কেনাকাটার সময় মানতে হবে দূরত্ব বিধি।


পশ্চিম বর্ধমান  সহকারী স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায় ও দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তিওয়ারি-উভয়ের গলাতেই এ বিষয়ে সতর্কতার সুর। জানানো হয়েছে, নতুন করে সংক্রমণ হচ্ছে।  ফের করোনা বিধি পালন নিয়ে জোরদার প্রচার চালানো হবে।


এদিনের বৈঠকে দুর্গাপুর বণিকসভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুর  চেম্বার অফ কমার্সের সম্পাদক ভোলা ভগত বলেছেন, আমাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। বিধি মেনে চলার ব্যাপারে দোকান মালিকদের জানানো হবে।


Covid Update: রাজ্যে করোনা সংক্রমণের বৃদ্ধির হার কমে ১ শতাংশ । Bangla News


এরইমধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পেডিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি ৫০ জন শিশুর মধ্যে ৩ শিশু করোনা আক্রান্ত হয়েছে।  ওই তিন শিশুকে স্থানান্তরিত করা হয়েছে কোভিড ওয়ার্ডে।  হাসপাতাল সূত্রে দাবি, বাকিদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।


উল্লেখ্য, রাজ্যের  স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন।