দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍ধের সমর্থনে রাস্তায় নেমে দুর্গাপুরে সিপিএম নেতার দাদাগিরি। সকালে দুর্গাপুর স্টেশনের কাছে রাস্তায় বসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস আটকায় বাম কর্মী, সমর্থকরা। পরে দুর্গাপুর-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে। এই নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতা, কর্মীরা। এক প্রতিবাদীর গালে সপাটে চড় মারেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


জানা গেছে, পথ অবরোধ করায় থমকে যায় যান চলাচল। আটকে পড়েন অনেক যাত্রী। এরইমধ্যে অনেক যাত্রীই অবরোধের প্রতিবাদ করেন। এরইমধ্যে বাম কর্মীদের সঙ্গে প্রতিবাদকারীদের বচসা শুরু হয়ে যায়। সেই সময়ই পঙ্কজ রায় সরকার এক প্রতিবাদকারীকে সপাটে চড় মারেন। কেন তিনি চড় মেরেছেন, এই প্রশ্নের জবাবে সিপিএম নেতার দাবি, ওই ব্যক্তি অভব্য আচরণ করছিলেন, কুমন্তব্য করছিলেন।


রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়কে মিছিল করে যাওয়ার সময় গাড়ি আটকানোর চেষ্টাও করেন বাম কর্মী, সমর্থকরা। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।


মালদার মানিকচকে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ উঠেছে।কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍ধের প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়।মালদার মানিকচকে বাম কর্মী, সমর্থকরা বিক্ষোভ দেখান। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। জোর করে বন্ধ করা হয় দোকান। আটকানো হয় টোটো।


কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍্‍ধের সমর্থনে ডায়মন্ড হারবার রোডে কুলপি মোড় অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। পরে ওই এলাকায় মিছিল করেন তাঁরা।


জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


হাওড়ার ডোমজুড়ে বাম কর্মী ও সমর্থকদের মিছিল, রাস্তা অবরোধের চেষ্টা। জোর করে বাস, গাড়ি আটকানোর চেষ্টা করায় ছুটে আসে পুলিশ। সরিয়ে দেওয়ার চেষ্টা করায় বাম কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বাম কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে হাওড়া-আমতা রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।


দাশনগরের শানপুরে মোড়ে হাওড়া-আমতা রোড অবরোধ করে বাম কর্মী, সমর্থকরা। ব্যাঁটরা থানার পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়।  কয়েকজনকে আটক করে পুলিশ।


হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর, পাণ্ডুয়ার কাছে বৈঁচি ও উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।


সকালে আরামবাগ শহরে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক ও গোঘাটে আরামবাগ-মেদিনীপুর রাজ্য সড়কে বসে পড়েন বাম কর্মী, সমর্থকরা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।