মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরের (Durgapur) কাঁকসায় মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা বিরসা মুন্ডার মূর্তি সরিয়ে দেওয়া ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। স্তম্ভের বদলে আদিবাসী নেতার স্থান হয়েছে স্থানীয় পঞ্চায়েত অফিসের ভেতরে। অবমাননার অভিযোগ তুলে একযোগে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি (BJP) ও সিপিএম (CPIM)। মূর্তি তৈরিতে খুঁত থাকায় সেটি আপাতত সরানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান।


বিরসা মুন্ডার মূর্তি সরিয়ে দেওয়ায় বিতর্ক: দাঁড়িয়ে রয়েছে কংক্রিটের স্তম্ভ। উধাও বিরসা মুন্ডার মূর্তি! স্তম্ভের জায়গায় মূর্তি পড়ে রয়েছে পঞ্চায়েত অফিসের এক ধার। এই ঘটনা ঘিরে পশ্চিম বর্ধমানের কাঁকসায় চাঞ্চল্য। গত ১৫ নভেম্বর, ঝাড়গ্রাম থেকে কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েত এলাকার কুলডিহা মোড়ের কাছে বিরসা মুন্ডার মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী।একমাসের মধ্যেই সেই মূর্তি সরিয়ে নেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু কেন পঞ্চায়েত অফিসে গৃহবন্দি আদিবাসী আন্দোলনের নায়ক? এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।                                                                                                     


একযোগে সুর চড়িয়েছে বিরোধীরা: মূর্তি বিতর্কে তৃণমূলের প্রতি একযোগে সুর চড়িয়েছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোডুই বলেন, 'এ লজ্জা সবার, মুখ্যমন্ত্রী যে মূর্তি ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন সেই মূর্তি কিনা আজ পঞ্চায়েত অফিসে বন্দি। আদিবাসীদের অবমাননা হয়েছে।'' পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলার কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, "আদিবাসীদের নিয়ে ভোট রাজনীতি করতে গিয়ে তৃণমূলের এই হাল আজ।'' মূর্তি তৈরিতে কিছু খুঁত থাকায় সেটি আপাতত সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। কাঁকসার তৃণমূল নেতা তথা মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় বলেন, "মূর্তি নির্মাণে ত্রুটি ছিল সেই জন্যই সরানো হয়েছে।'' তৃণমূল সূত্রে খবর, মূর্তিটিকে ত্রুটিমুক্ত করে সেটি ফের বসানোর ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে।


আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে আকাশ, জমিয়ে শীতের আমেজ উত্তর ২৪ পরগনায়