মনোজ, পশ্চিম বর্ধমান: ডিউটি থেকে বাড়ি ফিরে বাইরে বেরিয়েছিলেন কিছুক্ষণের জন্য়। আর ঘরে ফেরা হল না। জঙ্গল লাগোয়া শ্মশান থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। গত রবিবারের ঘটনা। অন্ডালের উখরা ফাঁড়ির অধীনে থাকা ইসিএলের শ্যামসুন্দরপুর কোলিয়ারির কর্মী আড়ি মিঞা। ৫৯ বছর বয়স। পরিবার সূত্রে খবর, এ দিন রোজকার মতোই ডিউটি থেকে বাড়ি ফিরে আসেন তিনি। তারপর বেরিয়েছিলেন। এর পর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। প্রায় দু'দিন নিখোঁজ থাকায় তাঁর খোঁজ চলছিল।
আজ মঙ্গলবার সকালে কাঠ কুড়োতে গিয়ে জঙ্গল সংলগ্ন শ্মশানের সামনে রক্তাক্ত একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পুলিশকে খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী। জানা যায় দেহটি আড়ি মিঞার। এরপরই দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। মৃত ইসিএল কর্মীর মুখে আঘাতের চিহ্ন ছিল। হাত দুটো বাঁধা অবস্থাতেই পড়েছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান তাঁকে খুন করা হয়েছে। একই দাবি পরিবারের। অন্ডালের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
রেললাইনের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার: সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল যুবকের মৃতদেহ। এ দিনদিনভর সেই নিয়ে তোলপাড় চলে। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। পরের দিন জানা গেল, ওই যুবক তৃণমূলের সমর্থক। কারও সঙ্গে ফোনে কথা বলার পর বাড়ি থেকে টাকা নিয়ে বেরিয়েছিলেন তিনি। তার পর রেললাইনের পাশ থেকে দেহ উদ্ধার হয় তাঁর। পরিবারের অভিযোগ ছিল, তাঁকে খুন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। (Paschim Medinipur News)
পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদ এলাকার ঘটনা। মৃত যুবককে শেখ হাসিবুল রহমান নামে শনাক্ত করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। জানা যায়, খড়্গপুর লোকাল থানার অন্তর্গত দু'নম্বর ব্লকের অরুণ খাগড়া গ্রামের বাসিন্দা তিনি। তিনি তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। শুক্রবার বাখরাবাদ এলাকায় রেললাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছিল জিআরপি। গতকাল মৃতদেহ উদ্ধারের পর স্নিফার ডগ দিয়ে এলাকায় তল্লাশিও চালানো হয় রেল পুলিশের তরফে। কিন্তু তাতে সন্দেহজনক কিছু মেলেনি। (Bakhrabad News)
আরও পড়ুন: North 24 Parganas:ইডি-র ওপর 'হামলার' প্রায় তিন সপ্তাহ পার, কোথায় শেখ শাহজাহান?