কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে (Durgapur-Asansol Industry Belt) ফের ভয়াবহ দুর্ঘটনা। স্পঞ্জ আয়রন কারখানায় গরম লোহা পড়ে জখম ৬ শ্রমিক। গুরুতর আহত ৬ শ্রমিকেই ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই কি এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ? উঠে গিয়েছে প্রশ্ন। পাশাপাশি শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাবিধি না মানার অভিযোগও উঠেছে। যদিও নিরাপত্তা নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গগন ফেরোটেক নামের সংস্থাটি।


এদিকে, গোটা ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সুরক্ষা বিধি না মানার অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। তোলেন জখম শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের দাবিও। যে সময়ই সেখানে হাজির হন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার বিষয়টি। এদিকে, ঘটনাস্থলে সিপিএম নেতৃত্ব গেলে পাল্টা স্লোগান তৃণমূলের।


কারখানার শ্রমিকদের দাবি, একটি নয়, গত রাতে জোড়া দুর্ঘটনা ঘটেছে গগন ফেরোটেক সংস্থায়। প্রথমে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, তাঁকে হাসপাতালে নিয়ে  গেলে তিনি মারা যান। শারীরিক অসুস্থতার জেরে সঙ্গী শ্রমিককে হারানোর আধ ঘণ্টার মধ্যে ঘটে মারাত্মক দুর্ঘটনাটি। গলিত গরম লোহা পরিবহনের ল্যাডার উপচে গিয়ে তা শ্রমিকদের গায়ে পড়ে। রাত ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।


রাতের শিফটে তখন কারখানার স্টিল মেল্টিং শপে তখন কাজ করছিলেন ১০-১৫ জন শ্রমিক। কাজের মাঝেই গলিত গরম লোহা ছিটকে পড়ে ৬ জন শ্রমিকের গায়ে। সঙ্গে সঙ্গে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, দু'জন শ্রমিককে নিয়ে যাওয়া হয় রানিগঞ্জের হাসপাতালে। আর বাকি চারজনকে নিয়ে ছোটা হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। 


দুর্ঘটনার জেরে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে শামিল হয়েছিলেন শ্রমিকরা। যদিও নিরাপত্তায় গাফিলতি নিয়ে অভিযোগ অস্বীকার করেছে গগন ফেরোটেক কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের তরফে জানানো হয়েছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও গোটা ঘটনা নিয়ে রাজনীতি্র রং লাগলেও ও ক্ষতিপূরণের জোরদার দাবি উঠলেও সে বিষয়ে মুখ খোলেনি কারখানা কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- ছিল আক্রমণের বিকল্প প্ল্যানও ! সংসদ তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝা-কে জেরায় বিস্ফোরক তথ্য


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে