জামুড়িয়া: বাংলায় লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। সরকার-বিরোধী পক্ষের তু তু ম্য়া ম্য়া শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাংলার গদ্দার বলেছিলেন। এবার পাল্টা তৃণমূল সরকারকে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী। জামুড়িয়ার সভা থেকে দুর্নীতি থেকে সন্দেশখালি সব ইস্যু নিয়েই মুখ খুললেন কিংবদন্তি এই অভিনেতা। 


বিজেপি প্রার্থীর প্রচারে জামুড়িয়ার সভায় উপস্থিত হয়েছিলেন এই বিজেপি নেতা। মিঠুন বলছেন, ''দুর্নীতিগ্রস্ত পার্টি তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হয়েছে ফের। কিন্তু সেখানেও বলছে কি না যে এটা সিবিআইয়ের সাজানো। একটা বিষয়ই মাথায় ঢুকছে না। এত জায়গা ছিল, কেন সন্দেশখালিতেই উদ্ধার হতে হল?'' উল্লেখ্য, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার। ঘটনার পর থেকেই পাত্তা নেই তাঁর। আবু তালেবের স্ত্রীর দাবি, তাঁদের ফাঁসানো হচ্ছে। এরইমধ্য়ে রহস্য়জনকভাবে উধাও সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাফিজুল খানও। 


জমি দখল, মহিলাদের উপর অত্য়াচার, থেকে চাষের জমি কেড়ে নেওয়া,সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। তার মধ্য়েই শুক্রবার, শেখ শাহজাহানের সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরক। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান?


এর আগে মালদার চাঁচলে মিঠুন চক্রবর্তীর রোড শো চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। সেখানেই রোড শো শেষ করেন তিনি। অভিনেতা ও বিজেপি নেতার বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা। পরে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে গাজোলের সভায় দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করেন মিঠুন। সেখান থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন জানিয়েছিলেন, ''এরা গরুর ব্য়বসা করে। এরা কয়লা চুরি করে। এরা বালি চুরি করে। এরা বিদ্য়া চুরি করে। এরা রেশন পর্যন্ত চুরি করে নেয়। সেই পার্টি আরেক জনকে দাঁড় করিয়েছে খগেনদার বিরুদ্ধে। সেটা ভাবতে হবে, তাহলে কাকে ভোট দেবেন। একটা দুর্নীতিগ্রস্ত পার্টির প্রার্থীকে, নাকি বিজেপির মতো স্বচ্ছ পার্টির প্রার্থী খগেন মুর্মুকে। এইটুকু ভেবে খালি ভোট দেবেন।''


আরও পড়ুন: চোপড়ায় অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ