মনোজ বন্দ্যোপাধ্যায়,পশ্চিম বর্ধমানঃ মাছের বদলে জালে উঠল বিশালকৃতি ময়াল সাপ ( Snake Caught in Fishing Net)।  দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানা এলাকায় দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। এরপর জাল তুলতে গিয়ে চোখ কপালে সবার।   তবে এতে শুধু কৌতূহল নয়,  আতঙ্কও ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এলেও বন দফতর দেরি করে আসার অভিযোগ ওঠে।


আরও পড়ুন, নদী বাঁধ ভেঙে ভাসল গোসাবা, প্রশাসন কোথায় ? প্রশ্ন শুভেন্দুর


জালে লাফালাফি করছে কী ,নদী থেকে জাল তুলতেই ভয়ে কেঁপে উঠল সবাই 


 রবিবার ভোরে, দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। একে আজ ছুটির দিন। ভাল মাছের আশাতেই জালা ফেলা হয়েছিল দামোদর নদে। এদিকে ভোর ভোর জালে টানা আসায় প্রথমে বড় মাছ উঠেছে মনে হয় বলেই টান দেওয়া হয়। এদিকে ততক্ষণ জালে লাফালাফি করছে কী , এতই বা শক্তিশালী কোন মাছ, মাথায় যখন প্রশ্নের ভিড, তখনই নদী থেকে জাল তুলতেই ভয়ে কেঁপে উঠল সবাই।  এযে আর কেউ নয়, একা জালে বিশালাকার ময়াল সাপ। জালের ভিতরে স্থানীয়রা ওই ময়াল সাপটিকে দেখতে পেয়েই সতর্ক হয়ে যান।


 সাপটিকে একটি মন্দিরে আনা হয়, ময়াল সাপটিকে নিয়ে বাড়তি বিড়ম্বনা বাড়ে পুলিশের 


জালে সাপ যে ওঠে না , এমন নয়। তবে একেবারে দৈত্যকার ময়লা সাপকে দেখতে পেয়ে খানিকটা চমকেই উঠেছিলেন ভোজনরসিকের দল। জাল সমেত সাপটিকে রাতুড়িয়া গ্রামের ভেতর একটি মন্দিরে আনা হয়। এইদিকে ময়াল সাপটিকে নিয়ে বাড়তি বিড়ম্বনা বাড়ে পুলিশের। উৎসুক জনতার ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে। বন দফতরকে খবর দেওয়া হলেও সময়মতো তাঁরা আসেননি বলে অভিযোগ উঠেছে। তবে এতে শুধু কৌতূহল নয়,  আতঙ্কও ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।