কৌশিক গাঁতাইত, আসানসোল: বাড়িতে জ্বলন্ত উনুন রেখে ঘুমিয়ে পড়তেই বিপত্তি। মৃত্যু এক মহিলার। অসুস্থ আরও পাঁচ। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশীলা অরবিন্দ পল্লি এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে।                                          


ঠিক কী ঘটেছিল? 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিলোক নাথ নামে এক ব্যক্তি সপরিবারে একটি বাড়িতে ভাড়া থাকতেন। রুটি-তরকারির ব্যবসা রয়েছে ওই পরিবারের। স্থানীয়দের অনুমান, রাতে দোকান বন্ধ করে জ্বলন্ত উনুন বাড়ির ভেতর রেখেই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, এদিন সকাল থেকে দরজা বন্ধ ছিল তাঁদের। দরজা না খোলায় এলাকার মানুষই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ছয়জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা হাসি নাথ (৪৭) নামে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।                                             


এদিকে জগৎবল্লভপুরের বড়দিপা গ্রামে বন্ধ দোকানঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মোস্তাকিম খান। তিনি হরিয়ানার বাসিন্দা। কর্মসূত্রে ওখানেই থাকতেন। মাস কয়েক আগে গ্রামের বাড়িতে আসেন। পুলিশ সূত্রের খবর গতকাল রাতে একটি ঘরে তিন বন্ধু মিলে মদ্যপান করছিল। ঘটনার পর থেকেই একজন বন্ধু পলাতক। আরও একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহে কোন ক্ষত চিহ্ন ছিল না। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌ এটি খুন নাকি অন্য কোন কারণে যুবকের মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।                                                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?