মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে লেনিনের নামাঙ্কিত রাস্তার নাম বদল নিয়ে চরমে উঠল সিপিএম ও তৃণমূলের চাপানউতোর। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বামেরা। নাম বদলে আপত্তি কেন ? প্রশ্ন তুলেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি, নাম বদলের আগে বেহাল রাস্তার হোক সংস্কার।
বদলে যাচ্ছে দুর্গাপুরের লেনিন সরণির নাম। সূত্রের খবর, নতুন নাম হতে পারে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর সরণি। আর এ নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাস্তার নাম বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম।
দুর্গাপুরের DPL কারখানা থেকে দুর্গাপুর কলেজ, গত ৩০ বছর ধরে এই রাস্তার নামই লেনিন সরণি। সম্প্রতি দুর্গাপুর পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, লেনিন সরণি-সহ দুর্গাপুরের বেশকিছু রাস্তার নাম বদলানো হবে।
সূত্রের খবর, লেনিন সরণির নতুন নাম হবে সুর সম্রাজ্ঞী প্রয়াত লতা মঙ্গেশকরের নামে। যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বামেরা। পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ত্রিপুরাতে লেনিনের মূর্তি ভাঙছে বিজেপি আর দুর্গাপুরে লেনিনের নামে থাকা রাস্তার নামটাই বদলে দিতে চাইছে তৃণমূল পুরবোর্ড। যদি এই কাজ হয় তাহলে শহরজুড়ে লাগাতার আন্দোলনের পথে নামবে দল।
দুর্গাপুরের মেয়র ও তৃণমূল নেত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এতে কোনও রাজনীতি নেই। আমরা তো কোনও নেতার নামে দিচ্ছি না। উন্নয়ন পর্ষদ জানতে চেয়েছিল, আমরা জানিয়েছি লতার নাম। ওনাকে তো সবাই সম্মান করেন। নাম বদল হলে সিপিএমের অসুবিধা কোথায় ?
রাস্তার নাম বদল নিয়ে যখন শাসক-বিরোধী তরজা বেধেছে, তখন এই লেনিন সরণির সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারণ লেনিন সরণির সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। একদিকে গর্ত, অন্যদিকে পাশেই পড়ে বোল্ডার। এই রাস্তা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে নাম বদল নয়, আগে হোক রাস্তার সংস্কার, এমনটাই চাইছেন এলাকাবাসী।
একই দাবি তুলেছে বিজেপি। দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের বেশ কয়েকটি রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। যে রাস্তাগুলির নামকরণ করতে চাইছে পুরসভা, সেই রাস্তাগুলো বেহাল হয়ে পড়ে রয়েছে। সেইদিকে নজর না দিয়ে পুরসভা রাস্তার নামকরণ অথবা পুরোনো রাস্তার নাম বদলানোর খেলায় মেতেছেন, এটা ঠিক নয়।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, শীঘ্রই এই রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। তার জন্য টাকাও বরাদ্দ হয়েছে।
অগাস্ট মাসে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাস্তার নামবদল ও সংস্কার নিয়ে চড়ছে তরজার পারদ।