মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পাকা ধান তোলার মুখে আচমকা বৃষ্টি (Rain)। আর তার জেরেই ধান জমিতেও জমেছে জল। ভিজে গিয়েছে কেটে রাখা পাকা ধানও (Paddy)। তার জেরেই ফসলের ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার (Kanksa) চাষিদের। এই পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক (TMC MLA)।
আক্ষরিক অর্থেই পাকা ধানে মই। ফসল তোলার মুখে, আচমকা বৃষ্টির জেরে মাঠেই ডুবে আমন ধান। জল থইথই ধান জমি। পাকা ধান ঘরে তোলার মুখে অসময়ের বৃষ্টিতে মাথায় হাত পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের কয়েকশো কৃষকের। কাঁকসা, বিদবিহার, বনকাটি, মলানদিঘি-সহ বেশ কয়েকটি গ্রামে কয়েক হাজার বিঘা জমিতে চাষ হয়। এবারও আমন চাষ করেছিলেন এলাকার কৃষকরা (Farmers)। অঘ্রাণের শুরুতে ধান কাটার সময়। কেউ কেউ ধান কাটাও শুরু করেন। কিন্তু, শুক্রবার থেকে আচমকাই বৃষ্টি শুরু হয়। তার জেরেই জমিতে এখন জল। বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছে, সোমবারও (Monday) বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে পশ্চিম বর্ধমানে। এতেই সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। ওই এলাকার বাসিন্দা তথা কৃষক জয়ন্ত ঘোষ বলেন,”ঋণ নিয়ে চাষ করেছি। ফসল ঘরে তুলতে না পারলে কী হবে জানি না। সরকার (Governmnet) কিছু করুক।’’ আরেক আনন্দ রুইদাস বলেন, “তিন বিঘা জমিতে চাষ করেছিলাম। জল না শুকোলে ধানও তুলতে পারব না। এই পরিস্থিতিতে, কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক (TMC MLA)।’’ দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, “আমি গিয়ে দেখব। আধিকারিকদের বলব। কাঁকসার পাশাপাশি কয়েকটি জেলায় সমস্যা। ধান তুলে নিন। বিমা করা থাকলে অসুবিধা নেই। বাকিদেরও সাহায্য করা হবে।’’