দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ১৭৩ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন অজি ক্রিকেট শিবির। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও। হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন প্রত্যেকেই শুভেচ্ছা জানালেন নতুন চ্যাম্পিয়নদের।
১৫ বছরের অপেক্ষার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রথমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ফাইনালে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেতাব জিতে নিল অ্যারন ফিঞ্চের দল। রান তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
১৭২ রানের লক্ষ্যমাত্রা ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে যে রান তোলাটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সেই কাজটাই যে খুব সহজেই শুরু করেছিলেন ডেভিডও ওয়ার্নার। ফিঞ্চ মাত্র ৫ রানে ফিরে গেলেও, ওয়ার্নার নিজের খোলস খুলে বেরিয়ে আসছিলেন ক্রমাগতই। মাচেল মার্শকে সঙ্গে নিয়েই চালিয়ে খেলা শুরু করেন। বিশ্বকাপের আগে ফর্মে ছিলেন না। আর বিশ্বকাপের মঞ্চে ওয়ার্নার যেন নিজের পুরনো মেজাজে। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচ পুরো একপেশে করে দেন।
উল্টো দিকে মিচেল মার্শও ছিলেন রণংদেহী মেজাজে। ৫০ বলে অফরাজিত ৭৭ রানের মারকাটির ইনিংস। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ইনিংস। ওয়ার্নার ফিরে যাওয়ার পর আর কোনও চিন্তা বাড়ান ম্যাক্সওয়েল। বাকি সময়টা মার্শের সঙ্গে ক্রিজে থেকে দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল (২৮)। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছিল অজিদের। এবার সেই স্বপ্নপূরণ হল ক্যাঙ্গারু ব্রিগেডের।