মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প (Camp) চলছে, সেখানেই বিদ্যুৎ দফতরের (Electricity Department) টেবিল উল্টে দিলেন তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। অভিযোগ, পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার দুই বাসিন্দা আগের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন। ৫ মাস কেটে গেলেও, এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।


শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিন ওই দুই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল শেখ এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর। বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। ধমক দেওয়া হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের। বলতে শোনা যায়, 'ছেড়ে দিন আজকে ক্যাম্প করতে হবে না আপনাকে। মানুষ যদি পরিষেবা না পান, তাহলে জমা দিয়ে লাভটা কী?'


অভিযোগ, দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। তাই 'দুয়ারে সরকারে'র কর্মসূচী চলার সময় বিদ্যুৎ ক্যাম্পের টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের তীব্র ধমক এবং ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতি। এই ঘটনা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে। 


এরপরই অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। শনিবার ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। গত পাঁচ মাস আগে বিদবিহারের শিবপুরের রায়ডাঙা এলাকায় ২টি পরিবার আবেদন করেছে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ না মেলায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর এবং অঞ্চল সভাপতি কাজল শেখকে। 


শনিবার দুয়ারে সরকার কর্মসূচি চলছিল। সেখানে সমস্ত দপ্তরের পাশাপাশি ক্যাম্প করেছিল বিদ্যুৎ দফতরও। সেই ক্যাম্প শুরু হওয়া মাত্রয় বিদ্যুৎ দফতরের কর্মীদের ওপর ক্ষোভের আঁচ পড়ে। উল্টে দেওয়া হয় নথিপত্র সহ টেবিল। যতক্ষণ না পযন্ত বিদ্যুৎ মিলছে ততক্ষণ দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বসতে দেওয়া হবে না। অন্যদিকে বিদ্যুতের জন্য আবেদনকারী অজিত বাগদী অভিযোগ করেন ৫ মাস আগে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুতের জন্য আবেদন করেছিলেন। পাঁচ মাস পেরিয়েছে কিন্তু মেলেনি, বাড়িতে বিদ্যুৎ পরিষেবা। পুনরায় আবেদন করতে বলা হয় এবং দ্রুত বিদ্যুৎ পৌঁছানোর আশ্বাস দেন। 


তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি কর্মসূচিতে এই ধরনের ঘটনা আগে ঘটেনি তবে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে কী ঘটেছে তিনি খোঁজ নিয়ে দেখছেন। এই ইস্যুতে সুর ছড়িয়েছে বিরোধীরা। কাঁকসা ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বলেন, পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। আর সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ দেখাচ্ছে তৃণমূল এটাই তার প্রমাণ।