মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): দুর্গাপুরে রেললাইন থেকে ফিস প্লেট চুরির চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল আরপিএফ। নেপথ্যে কোনও চক্র রয়েছে কি না, খতিয়ে দেখছে রেল পুলিশ।
জলপাইগুড়ির ময়নাগুড়ির রেল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে দুর্গাপুরে রেল পুলিশ ও স্থানীয়দের তত্পরতায় ফিসপ্লেট চুরির চেষ্টার অভিযোগে ধৃত ২।বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা।রেল পুলিশ সূত্রে খবর, রাজবাঁধ স্টেশনের কাছে রেললাইনের পাশে ২ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। একজনকে হাতে করে ফিস প্লেট তুলতে দেখা যায়।
আরপিএফ সূত্রে খবর, স্থানীয়রা তাদের বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রেললাইনের ধারে পড়ে আছে চারটি ফিস প্লেট। বয়ানে অসঙ্গতি মেলায় ফিস প্লেট চুরির চেষ্টার অভিযোগে ওই ২ জনকে গ্রেফতার করে আরপিএফ। রেল পুলিশ সূত্রে খবর, ধৃত অরুণ সানা ও শিবু সরকার কাঁকসার বাসিন্দা।
আরপিএফ সূত্রে খবর,কাজের সুবিধার জন্য লাইনের ধারে ফিস প্লেট মজুত করে রাখেন রেল কর্মীরা। সুযোগ বুঝে সেই ফিস প্লেটই চুরি করে দুষ্কৃতীরা।
হাওড়া-দুর্গাপুর মেন শাখায় এই লাইন দিয়ে হাওড়া-শিয়ালদা ও দিল্লির মধ্যে রাজধানী, দুরন্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে।
ফলে লাইনের পাশে মজুত থাকা ফিস প্লেট চুরির চেষ্টার পাশাপাশি, লাইনে লাগানো ফিস প্লেট খোলার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফিস প্লেট খুলে নিলে কী ধরনের বিপদ হতে পারত, তা ভেবে আশঙ্কিত রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাস্তায় নোটের বান্ডিল ছড়িয়েও শেষ রক্ষা করতে পারেনি দুষ্কৃতীরা। অন্ডাল পুলিশ এর হাতে ছিনতাইয়ের দুঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় তিন জনকে। উদ্ধার করা হয় চার লাখ টাকা। সোমবার এক লৌহ ইস্পাত শিল্পের ব্যবসায়ীর গাড়ি আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুই দুষ্কৃতী প্রায় ৪ লক্ষ টাকার ছিনতাই করে পালিয়ে যায়। অন্ডাল থানার পুলিশ বিষয়টি জানতে পেরে কয়েক ঘণ্টার মধ্যে ওই দুই দুষ্কৃতীদের ধরে ফেলে। ছিনতাই হওয়া টাকাও উদ্ধার করে পুলিশ। সোমবার বিকেল নাগাদ অন্ডাল থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্গাপুরের ঝাঁন্ডাবাদ এলাকা থেকে এক লৌহ ইস্পাত শিল্পের ব্যবসায়ী জামুড়িয়ার অভিমুখে বাইক নিয়ে যাওয়ার পথে অন্ডাল ব্রিজের কাছে তাঁর গাড়ির সামনে চার চাকা গাড়ি করে আসা চার সশস্ত্র দুষ্কৃতী ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নগদ অর্থ ছিনতাই করে নিয়ে চম্পট দেয়।
ওই ব্যবসায়ীর চিৎকার চেচামেচি শুনে পুলিশ কর্মীরা ধাওয়া করে ওই গাড়িটিকে। পুলিশকে দেখে গাড়ি থেকে তখন কুড়ি টাকার বেশ কিছু নোট ফেলতে থাকে ছিনতাইবাজরা। অবশেষে ছিনতাই হওয়া টাকা সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। বাকি দুজন পালিয়ে যায়।