সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : দেওয়াল লিখন বন্ধ করতে দেওয়াল লিখন। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) শালবনি ব্লকের চ্যাংশোল গ্রামে চলছে বার্তা লেখার কাজ। দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ করতে হুঁশিয়ারি দিল কুড়মি সমাজ। শুরু রাজনৈতিক তরজা।


কুড়মি দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ। ভোটের জন্য দেওয়াল দখল বন্ধ করতে এবার দেওয়াল লিখেই হুঁশিয়ারি দিল কুড়মি সমাজ (Kurmi Community)। বঞ্চনার প্রতিবাদে আগেই রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার বাড়ির দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ করতে চান কুড়মিরা। এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি (Shalboni) ব্লকের চ্যাংশোল গ্রামে।  যে ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের চ্যাংশোল গ্রামে।


পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। প্রচারের জন্য গ্রামে বিভিন্ন বাড়ির দেওয়ালে 'সাইট ফর' লিখে দিয়েছে শাসক দল। সেই সব দেওয়াল তো বটেই, এমনকী ফাঁকা থাকা কোনও দেওয়ালে শাসক-বিরোধী কাউকেই লিখতে দিতে রাজি নয় কুড়মি সমাজ।


কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনা। কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার মতো দাবি নিয়ে সাম্প্রতিক অতীতে দফায় দফায় রেল-রাস্তা অবরোধ করেছেন কুড়মিরা। ১১ এপ্রিল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেন সংগঠনের নেতারা। কিন্তু সমাধান সূত্র মেলেনি।                      


আরও পড়ুন- ‘অনশন, আন্দোলন, আঘাত...আমি আসলে জীবন্ত লাশ’, সংগ্রামের কথা তুলে ধরলেন মমতা


এই প্রেক্ষাপটে, বঞ্চনার অভিযোগে সমস্ত রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন কুড়মিরা। শর্ত দিয়ে বলা হয়েছে, কেউ কোনও রাজনৈতিক দলের পদে থাকলে বা জনপ্রতিনিধি হলে পদত্যাগ করতে হবে। সভা বা মিছিলে যাওয়া চলবে না। নির্দেশিকা না মানলে সামাজিক বয়কট করা হবে। এই প্রেক্ষিতে কুড়মি সমাজের শীর্ষ নেতৃত্বের নতুন হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। চ্যাংশোলের পাশাপাশি, জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে চলছে এই মর্মে কুড়মিদের দেওয়াল লিখন।                                               


আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস