বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: জমিদাতা চাষীদের কারখানায় নিয়োগের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখাল কৃষকেরা। সোমবার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খড়গপুর (Kharagpur) লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া অঞ্চলের নয়া পাটনা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কারখানার গেটে কারখানার গাড়ি আটকানো হয়। এরপর সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাল জমিহারা কৃষকেরা (Farmer)।
কী অভিযোগ কৃষকদের?
কৃষকদের অভিযোগ, কারখানায় চাকরি দেওয়া হবে এই আশ্বাসেই চাষের জমি চাওয়া হয়েছিল বিক্ষোভকারী কৃষকদের থেকে। রাজি হয়ে জমিও দিয়ে দেন তাঁরা। এরপর সেখানেই তৈরি হয় কারখানা। কিন্তু কারখানা তৈরি হয়ে কাজ শুরু হয়ে যাওয়ার পরেও জমিদাতা চাষীদের নিয়োগ করা হয়নি। এর প্রতিবাদে সোমবার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া অঞ্চলের নয়া পাটনা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কারখানার গেটে কারখানার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় জমিহারা চাষীরা।
আরও পড়ুন: Bowbazar Building Demolish: বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ শুরু আজ
ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ সম্পর্কে জানতে চায় এবিপি আনন্দ। কৃষকদের অভিযোগ, নয়া পাটনা এলাকায় ম্যাট ফাউন্ডেশন নামে একটি কোম্পানি ওই এলাকার কৃষকদের কাছ থেকে প্রায় চল্লিশ একর জমি প্রায় ৬০ জন কৃষকদের থেকে কিনে নয়। কিন্তু অভিযোগ, জমিদাতা চাষীদের কোম্পানিতে নিয়োগের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি। কারখানা ইতিমধ্যেই চালু হয়েছে ও বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় লোকদের কাজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এর প্রতিবাদেই জমিদাতা চাষীদের কোম্পানিতে নিয়োগের দাবিতে সোমবার সকালে বিক্ষোভ দেখায়।
কারখানার কর্তৃপক্ষের বিবৃতি
কোম্পানি কর্তৃপক্ষ এজিএম অনিন্দ্য মুখোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, স্থানীয় লোকদের দাবি তাঁরা শুনেছেন। এই বিক্ষোভের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো। আগামীকাল আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগকারী চাষীদের সঙ্গে কথা বলবেন।