বিশ্বজিৎ দাস, খড়গপুর: হোস্টেলের ঘর থেকে ছাত্রের পচা গলা দেহ উদ্ধার। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল খড়গপুর আইআইটি-তে (Kharagpur IIT)।  অসমের বাসিন্দা ওই ছাত্রের বয়স ২৩ বছর। হোস্টেলের ঘর থেকে গন্ধ বেরোতে খবর দেওয়া হয় পুলিশকে। দেহ উদ্ধার হয় হোস্টেলের ঘর থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


হোস্টেলের ঘর থেকে ছাত্রের পচা গলা দেহ উদ্ধার: ছাত্ররা জানাচ্ছেন, এদিন সকালে হোস্টেলের ঘর থেকে গন্ধ বেরোতে শুরু করে। এই অবস্থায় ছাত্ররা আইআইটি কর্তৃপক্ষকে জানান তাঁরা। সঙ্গে সঙ্গে আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।  ময়নাতদন্তের জন্য খড়গপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয় দেহ।  মৃত ছাত্রের নাম ফাইজান আহমেদ। বয়স ২৩ বছর। বিটেকের তৃতীয় বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। বাড়ি অসমের তিনসুকিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ দু-তিন ধরে ঘরের মধ্যে পড়ে থাকার কারণে পচে যায়। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায়, মানসিক অবসাদের কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।


বিদ্যাধরী নদীতে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এদিকে বিদ্যাধরী নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ (Dead body) উদ্ধার হয়েছে। এই ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাড়োয়ার গোরাইনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম পরিচয় কিছু এখনও জানা যায়নি। ওই এলাকার বাসিন্দারা সকালে হঠাৎ দেখতে পায় বেলিয়াঘাটার দিক থেকে হাড়োয়ার দিকে বিদ্যাধরী নদীতে  একটি মৃতদেহ ভেসে যাচ্ছে। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল। এরপর গোরাইনগর এলাকায় একটি জায়গায় নদীর চরে এসে কচুরিপানার মধ্যে মৃতদেহটি আটকে যায়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থল যায়। ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। মৃতদেহের ছবি বিভিন্ন থানায় এলাকায় পাঠিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করছে হাড়োয়া থানার পুলিশ। তবে নিহত ওই যুবককে কেউ খুন করে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিতে পারে, বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন: Bowbazar Metro Disaster : ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক, আর্থিক সাহায্য ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষের