দক্ষিণ মেদিনীপুর: একাধিক দাবি নিয়ে ফের পথে আদিবাসী কুড়মি সমাজ (Kurmi Samaj)। পুরুলিয়ার কুস্তাউর, পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) খেমাশুলিতে রেল অবরোধ। রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান আদিবাসী কুড়মি সমাজের। চরম দুর্ভোগে ট্রেনযাত্রীরা (Train Cancelled)। 


পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কুড়মি সমাজের অবরোধ বুধবার দ্বিতীয় দিনে পড়ল। গতকাল, খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। আজ সকাল ৬টা থেকে খেমাশুলি স্টেশনে অবরোধ শুরু করে আদিবাসী কুড়মি সমাজ। 


বেশকিছু ট্রেন বাতিল: পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও রেল লাইনে উপর বসে পড়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষ। চলে ধামসা-মাদল বাজিয়ে গানবাজনা। আদ্রা স্টেশনে বেশকিছু ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। কুড়মি সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু ও কুর্মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ও পথ অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।


পূর্বেও স্তব্ধ হয়েছিল রেল পরিষেবা: প্রসঙ্গত, ২০২২ সালের ২০শে সেপ্টেম্বর থেকে লাগাতার ৫ দিন আদিবাসী কুড়মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। রেল সূত্রের খবর, ইতিমধ্যেই আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, বেশ কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।


শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ: কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভূক্তি ও কুড়মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ। গতকাল সকাল ৬টা থেকে অবরুদ্ধ ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অবিলম্বে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা CRI রিপোর্ট পাঠানোর দাবি জানিয়েছে কুড়মি সমাজ। একই দাবিতে রবিবার খড়গপুরের চামরুসাই এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো।


পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল অধ্যুষিত চার জেলায় আদিবাসীদের বিক্ষোভ। একাধিক দাবি নিয়ে পথে আদিবাসী কুড়মি সমাজ। তাদের বারো ঘণ্টার অবরোধ কর্মসূচিতে দিনভর ব্য়াহত হল যান চলাচল। অবিলম্বে দাবি না মেটানো হলে, অনির্দিষ্টকালের পথ ও রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তারা। 


আরও পড়ুন: Enforcement Directorate: ব্য়াঙ্ক স্টেটমেন্ট ও ইনকাম ট্য়াক্স রিটার্ন কপি-সহ যাবতীয় নথি নিয়ে ED-র মুখোমুখি আসানসোল জেল সুপার