বিটন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বাইরে থেকে দেখে মনে হবে রাষ্ট্রায়ত্ত কম্পানির তেলের ট্যাঙ্কার। কিন্তু সেই ট্যাঙ্কারে করেই হচ্ছিল গরুপাচার ! অভিযান চালিয়ে উদ্ধার করল ২৫টি গরু নন্দকুমার থানার পুলিশ।


এ যেনও রিলের প্রতিচ্ছবি রিয়েলে। বহুচর্চিত দক্ষিণী 'পুষ্পা' সিনেমায় দুধের ট্যাঙ্কারের নিচে বাঙ্কার করে চন্দন কাঠ পাচার করতো পুষ্পা। এবার রাষ্ট্রায়ত্ত কম্পানি আইওসি-এর লোগো লাগানো তেলের ট্যাঙ্কারে পাচার হচ্ছিল গরু। অভিযান চালিয়ে সেই ট্যাঙ্কার থেকে ২৫টি গরু উদ্ধার করল নন্দকুমার থানার পুলিশ।


নন্দকুমার থানা সূত্রে খবর, নন্দকুমার চৌমড়ের কাছে নাকা চেকিং চলছিল পুলিশের।  নরঘাটের দিক থেকে তেলের ট্যাঙ্কার দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ায় সন্দেহ হয় পুলিশের। তখন নন্দকুমার থানার একটি টিম ধাওয়া করে ট্যাঙ্কারটিকে। বেগতিক বুঝতে পেরে ট্যাঙ্কার রাস্তার পাশে ফেলে চম্পট দেয় ট্যাঙ্কারের চালক ও খালাসি।


ট্যাঙ্কারটিকে থানায় নিয়ে এসে পরীক্ষা করতে ধরা পড়ে ট্যাঙ্কারের পেছনের দিকটা অন্যান্য তেলের ট্যাঙ্কারের থেকে আলাদা। তারপর ট্যাঙ্কারের পেছনের অংশ কোনওমতে খুলতে পুলিশ কর্মীদের চক্ষু চড়কগাছ। ট্যাঙ্কারের ভেতরে রীতিমতো বাঙ্কারের মত করা হয়েছে।  আর তাতে থরে থরে সাজানো রয়েছে গরু।


নন্দকুমার থানা সূত্রে খবর, মোট ২৫ টি গরু উদ্ধার হয়েছে। জেলা প্রাণী সম্পদ দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, গরু গুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। মাস দুয়েক আগেই তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে পাচারের আগে শতাধিক গরু উদ্ধারের পর, তাদের রক্ষণাবেক্ষণ করতে নাজেহাল হয় তমলুক থানার পুলিশ। তাদের খাওয়ার জোগাড় করা থেকে পুলিশি পাহারায় নাভিশ্বাস ওঠে পুলিশের। তারপর ফের পাচারের আগে নন্দকুমার থানার পুলিশ উদ্ধার করল ২৫টি গরু।


আরও পড়ুন, উপকূলে ঝোড়ো হাওয়া, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা, মুষলধারায় বর্ষণের আশঙ্কা রাজ্যের ১২ জেলায়..


চলতি বছরের শুরু দিকেই অভিনব পদ্ধতি পাচারের ঘটনার সাক্ষী হয়েছিল বাংলা। সেবার জি টি রোড ধরে চলেছিল বাস। বাসের জানালা রঙিন পর্দায় দিয়ে ঢাকা। মেমারির চকদিঘি মোড় এলাকায় বাস দাঁড়াতেই বাস থেকে একটি গরুকে নিচে পড়তে দেখেন স্থানীয়রা। একই সময় শোনা যায় বেশ কিছু গরু চিৎকারও। সন্দেহ জাগে স্থানীয় বাসিন্দাদের। প্রশ্ন জাগে, বাসের ভিতরে কি? বাস আটকান এলাকাবাসী। বাসে দরজা খুলে ভিতরে ঢুকতেই চক্ষু ছানাবড়া হওয়ার উপক্রম।বাসের ভিতর  জুড়ে বাঁধা সারিসারি গরু। তাজ্জব  ব্যাপার বাসের ভিতর নেই কোনও যাত্রী এমনকি যাত্রীদের বসার জন্য সিটও নেই। বাস চালকের দাবি, সব কাগজপত্র আছে। বিহার এলাকা থেকে পান্ডুয়া যাচ্ছে বলেও জানায় চালক।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।